Dakshin Dinajpur News : সারনা ধর্মকে স্বীকৃতির দাবিতে DM অফিস ঘেরাও আদিবাসী সংগঠনের, অবরোধের হুঁশিয়ারি – dakshin dinajpur tribals community agitation for demanding several issues


West Bengal News : ‘সারনা ধর্ম কোড দেও, আদিবাসীদের ভোট নেও’ – এই দাবিকে সামনে রেখে বালুরঘাট (Balurghat) জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আদিবাসী (Tribal) সেঙ্গেল অভিযানের সদস্যরা। পাশাপাশি ঝাড়খন্ড (Jharkhand) রাজ্যের গিরিডি (Giridi) জেলায় মারাংবুরু পাহাড় দখল করা হচ্ছে, তা অবিলম্বে দখলমুক্ত করতে হবে, এই দাবিও তোলেন তাঁরা। এই সব দাবিতে সোমবার পাঁচটি রাজ্যের প্রায় ৫০ টি জেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তাদের দাবি পূরণ না হলে আগামী ১১ই ফেব্রুয়ারি রাজ্য জুড়ে রেলের চাক্কা জ্যাম করা হবে বলে সাফ হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসীরা (Tribal)। আদিবাসীদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয় বালুরঘাট (Balurghat) জেলা প্রশাসনিক ভবন চত্বরে।

Balurghat Municipality: শহরে যত্রতত্র লাগানো রাজনৈতিক পোস্টার-হোর্ডিং, খুলতে তৎপর বালুরঘাট পুরসভা! ঘটনা ঘিরে বিতর্ক
‘মারাং বুরো বাঁচাও’, ভারত যাত্রা মশাল জুলুস সহ একাধিক দাবিতে সোমবার দুপুরে বালুরঘাট DM অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল আদিবাসী সেঙ্গেল অভিযানের শতাধিক মানুষ। এদিকে বিক্ষোভ কর্মসূচির আগে এদিন একটি মিছিল করা হয় বালুরঘাট শহরে৷ বালুরঘাট চকভৃগু থেকে মিছিলটি বেরিয়ে গোটা শহর পরিক্রমার করে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে এসে শেষ হয়৷ বিক্ষোভকারীরা তীর ধনুক ও মশাল হাতে নিয়ে আন্দোলনে সামিল হন। বিক্ষোভের পাশাপাশি আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া সমেত সম্মিলিত পত্র জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে আন্দোলনকারী জানিয়েছেন।

Municipality Tax : ৫০০ টাকা থেকে পুরকর একলাফে ২ লাখ ২০ হাজার! প্রতিবাদ বালুরঘাটে
এই বিষয়ে কথা বলতে গিয়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মার্ডি বলেন, “এই দাবিগুলি আমাদের ন্যায্য দাবি। শুধু আজকের আন্দোলনই নয়, এই দাবিগুলি নিয়ে আমাদের আন্দোলন অনেকদিনের। কিন্তু প্রশাসন আমাদের কোনও কথা তেই কর্ণপাত করছে না। তাই সারা দেশে পাঁচটি রাজ্যের প্রায় ৫০ টি জেলায় এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে”। আদিবাসীদের এই ঘেরাও অবরোধের কর্মসূচি অবশ্য় পূর্ব ঘোষিতই ছিল। উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই সাঁওতালি ভাষায় পঠনপাঠন থেকে শুরু করে ধর্মীয় স্বীকৃতি, এমন একগুচ্ছ দাবি নিয়ে রাজ্য়ের বিভিন্ন জেলায় পথ অবরোধ করেছিলেন আদিবাসীরা। আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহলের সদস্য়রা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর সহ আদিবাসী অধ্য়ুষিত বিভিন্ন জেলায় জাতীয় এবং রাজ্য় সড়ক অবরোধ করেছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *