Didir Surakha Kawach : দূত রাত্রিবাস করছেন না? নজর দলের – didir surakha kawach are tmc leaders maintaining campaign properly party observing


এই সময়: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার করতে ও মানুষের অভাব অভিযোগ শুনতে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচিতে ‘দিদির দূত’রা যাচ্ছেন জেলায় জেলায়। তাঁরা যাতে গ্রামাঞ্চলে গিয়ে দলীয় কর্মীদের বাড়িতে থেকে-খেয়ে তাঁদের সঙ্গে সংযোগ স্থাপন করেন, সে কথা বারবার বলেছেন নেতৃত্ব। কিন্তু কিছু ক্ষেত্রে নির্দেশের অন্যথা হচ্ছে বলে খবর পৌঁছচ্ছে নেতাদের কাছে। যদিও এই চিত্র সার্বিক নয়। তবু দলের অভ্যন্তরে এই অংশের নেতাদের ‘পারফরম্যান্স’-এর মূল্যায়নে ফাঁকির প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তৃণমূল নেতাদের একাংশ। যেমন, দলের প্রথম সারির এক নেত্রী দিনকয়েক আগে জঙ্গলমহলে গিয়ে দিনভর নির্ধারিত কর্মসূচিতে যোগ দিলেও রাতে নৈশভোজ সেরেই এলাকা ছাড়েন। নির্দিষ্ট দলীয় কর্মীর বাড়িতে রাত্রিবাস করেননি তিনি। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের এক ওজনদার নেতাও সারাদিন গ্রামে গ্রামে ঘুরে রাতে দলীয় কর্মীর বাড়িতে নৈশভোজে নামমাত্র উপস্থিত থেকে গাড়ি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেন। বীরভূম, উত্তর ২৪ পরগনা, হুগলিতেও এমন বেশ ক’টি ঘটনা ঘটেছে।

Abhishek Banerjee : মানুষের ক্ষোভ আমাদের আশীর্বাদ: অভিষেক
এই কর্মসূচিতে তৃণমূলের বড়-ছোট নেতারা তিন সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন। কিন্তু যত দিন যাচ্ছে, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে খবর আসছে – কিছু নেতা দিনভর ঘুরলেও রাতে দলীয় কর্মীদের বাড়িতে থাকছেন না। সব নেতা এমনটা না করলেও নেতাদের একাংশ নৈশভোজ সেরেই বিদায় নিচ্ছেন চুপচাপ। মূলত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে থাকা একটি টিম এবং একটি ভোটকুশলী সংস্থার পরিচালনায় ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি হচ্ছে। দলের কিছু নেতা যে কর্মীদের বাড়িতে রাত্রিবাস এড়িয়ে যাচ্ছেন, সে রিপোর্ট অভিষেকের দপ্তর ও ওই ভোটকুশলী সংস্থার কাছে পৌঁছেছে বলে তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি। যে নেতারা রুটিন ভাঙছেন, তাঁদের এখনও কোনও বার্তা দেয়নি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। কিন্তু এঁদের মূল্যায়নে বিষয়টির প্রভাব পড়বে বলেই নেতাদের একাংশের ধারণা।

June Maliah : ‘দলের কোনও কর্মসূচিতে যোগ দেন না…’, জুন মালিয়াকে নিয়ে অভিযোগ তৃণমূল কাউন্সিলরেই
তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকা এক নেতার কথায়, ‘কারা নির্ধারিত দলীয় কর্মীর বাড়িতে রাত্রিবাস করছেন না, সে খবর ওই ভোটকুশলী সংস্থার কাছে পৌঁছচ্ছে। এখনও এই নেতাদের কিছু বলা হয়নি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব গ্রহণের পর একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, কাজ করলে দল পুরস্কার দেবে। কিন্তু প্রত্যাশিত দায়িত্ব পালন না করলে দল সেই দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেবে।’ শারীরিক অসুস্থতার কারণে কিছু প্রবীণ নেতাকে দলীয় কর্মীর বাড়িতে রাত্রিবাসের রুটিনে ছাড় দেওয়া হয়েছে। যেমন স্বপন দেবনাথ, সৌমেন মহাপাত্র-সহ ক’জন এই ছাড় পেয়েছেন। এঁরা দলীয় নেতৃত্বকে আগাম জানিয়েছেন, শারীরিক কারণে রাতে তাঁদের নিজের বাড়িতে থাকা প্রয়োজন। সর্বোচ্চ নেতৃত্ব সেই অনুমতি দিয়েছেন। কিন্তু কিছু নেতা অনুমতি ছাড়া, নেতৃত্বকে না জানিয়ে দলীয় কর্মীর বাড়িতে রাত্রিবাস করছেন না। এঁদের এমন কাজ বিশেষ ভালো চোখে দেখা হচ্ছে না।

TMC : ক্লান্ত তৃণমূল বিধায়কের পা টিপছেন পঞ্চায়েত সদস্যা! ভাইরাল ছবি ঘিরে হুগলিতে শোরগোল
শনিবার অভিষেক ঘোষণা করেছেন, আগামী দিনে তিনি নিজে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচিতে যোগ দেবেন। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কবে যোগদান করবেন, তা এখনও স্পষ্ট নয়। কারণ আগামী কিছু দিন মেঘালয় ও ত্রিপুরার নির্বাচন নিয়ে তিনি ব্যস্ত থাকবেন বলে দলীয় সূত্রে খবর। তৃণমূলের এই জনসংযোগ কর্মসূচিতে নতুনত্ব আনতে রবিবার একটি ‘ক্যাম্পেন সং’ প্রকাশ করা হয়। যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ, ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যরা এই বিশেষ গান প্রকাশ করেন তৃণমূল ভবনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *