এই কর্মসূচিতে তৃণমূলের বড়-ছোট নেতারা তিন সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন। কিন্তু যত দিন যাচ্ছে, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে খবর আসছে – কিছু নেতা দিনভর ঘুরলেও রাতে দলীয় কর্মীদের বাড়িতে থাকছেন না। সব নেতা এমনটা না করলেও নেতাদের একাংশ নৈশভোজ সেরেই বিদায় নিচ্ছেন চুপচাপ। মূলত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে থাকা একটি টিম এবং একটি ভোটকুশলী সংস্থার পরিচালনায় ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি হচ্ছে। দলের কিছু নেতা যে কর্মীদের বাড়িতে রাত্রিবাস এড়িয়ে যাচ্ছেন, সে রিপোর্ট অভিষেকের দপ্তর ও ওই ভোটকুশলী সংস্থার কাছে পৌঁছেছে বলে তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি। যে নেতারা রুটিন ভাঙছেন, তাঁদের এখনও কোনও বার্তা দেয়নি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। কিন্তু এঁদের মূল্যায়নে বিষয়টির প্রভাব পড়বে বলেই নেতাদের একাংশের ধারণা।
তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকা এক নেতার কথায়, ‘কারা নির্ধারিত দলীয় কর্মীর বাড়িতে রাত্রিবাস করছেন না, সে খবর ওই ভোটকুশলী সংস্থার কাছে পৌঁছচ্ছে। এখনও এই নেতাদের কিছু বলা হয়নি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব গ্রহণের পর একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, কাজ করলে দল পুরস্কার দেবে। কিন্তু প্রত্যাশিত দায়িত্ব পালন না করলে দল সেই দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেবে।’ শারীরিক অসুস্থতার কারণে কিছু প্রবীণ নেতাকে দলীয় কর্মীর বাড়িতে রাত্রিবাসের রুটিনে ছাড় দেওয়া হয়েছে। যেমন স্বপন দেবনাথ, সৌমেন মহাপাত্র-সহ ক’জন এই ছাড় পেয়েছেন। এঁরা দলীয় নেতৃত্বকে আগাম জানিয়েছেন, শারীরিক কারণে রাতে তাঁদের নিজের বাড়িতে থাকা প্রয়োজন। সর্বোচ্চ নেতৃত্ব সেই অনুমতি দিয়েছেন। কিন্তু কিছু নেতা অনুমতি ছাড়া, নেতৃত্বকে না জানিয়ে দলীয় কর্মীর বাড়িতে রাত্রিবাস করছেন না। এঁদের এমন কাজ বিশেষ ভালো চোখে দেখা হচ্ছে না।
শনিবার অভিষেক ঘোষণা করেছেন, আগামী দিনে তিনি নিজে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচিতে যোগ দেবেন। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কবে যোগদান করবেন, তা এখনও স্পষ্ট নয়। কারণ আগামী কিছু দিন মেঘালয় ও ত্রিপুরার নির্বাচন নিয়ে তিনি ব্যস্ত থাকবেন বলে দলীয় সূত্রে খবর। তৃণমূলের এই জনসংযোগ কর্মসূচিতে নতুনত্ব আনতে রবিবার একটি ‘ক্যাম্পেন সং’ প্রকাশ করা হয়। যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ, ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যরা এই বিশেষ গান প্রকাশ করেন তৃণমূল ভবনে।