Hooghly News : ১১ ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে ‘রেল রোকো’ আন্দোলন হুঁশিয়ারি আদিবাসী সংগঠনের – hooghly district tribal community protest for various demands


West Bengal News : আদিবাসীদের তীর্থস্থান পরেশনাথকে তাদের অধীনে ফিরিয়ে দেওয়ার দাবিতে পথে নেমে আন্দোলন শুরু করল আদিবাসী (Tribal) সেঙ্গেল অভিযান। ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডির (Giridi) পরেশনাথ পাহাড়কে জৈন ধর্মালম্বীদের হাতে সমর্পণ করেছে ঝাড়খন্ড (Jharkhand) সরকার। আর এই পরেশনাথ পাহাড়ই আদিবাসীদের প্রধান তীর্থস্থান প্রকৃতি দেবতার প্রতীক স্বরূপ। এই পরেশনাথ পাহাড়কে ফিরিয়ে দেওয়া, আদিবাসীদের সারনা ধর্মকে স্বীকৃতি ও কুর্মি এবং মাহাতোদের এসটি সার্টিফিকেট যাতে না দেওয়া হয়, এই দাবি তুলে সারা দেশের পাঁচটি রাজ্যের পঞ্চাশটি জেলায় আন্দোলন শুরু করেছে আদিবাসী সেঙ্গেল অভিযান।

Dakshin Dinajpur News : সারনা ধর্মকে স্বীকৃতির দাবিতে DM অফিস ঘেরাও আদিবাসী সংগঠনের, অবরোধের হুঁশিয়ারি
পরেশনাথ পাহাড়কে তাদের ফিরিয়ে দেওয়া দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদীর মূর্মূর (President Droupadi Murmu) কাছেও স্মারকলিপি পাঠাচ্ছে তারা। দেশের বিভিন্ন রাজ্যের জেলাগুলির জেলাশাসকের মারফত রাষ্ট্রপতির (President Droupadi Murmu) কাছে স্মারকলিপি পাঠাচ্ছে তারা।

Purulia News : পাহাড়ের দায়িত্ব নিয়ে অসন্তোষ, ফের ৫ রাজ্যে বনধের হুঁশিয়ারি আদিবাসী সংগঠনের
এদিন এই বিষয়ে হুগলির (Hooghly) জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের হুগলি (Hooghly) জেলার সদস্যরা। খুব তাড়াতাড়ি তাদের দাবি না মানলে আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে আদিবাসীরা রেল রোকো ও চাক্কা জ্যাম করে আন্দোলন করবে বলে জানালেন আদিবাসী সেঙ্গেল অভিযানের হুগলি জেলা সম্পাদক লক্ষীনারায়ণ কিস্কু। এদিন তিনি বলেন, “আজকে আমরা এখানে কোনও ঘেরাও বা আন্দোলনের মধ্যে জাইনি। শুধু স্মারকলিপি জমা দিলাম। তাই বলে এই নয় যে আমরা এখানেই থেমে যাব। আমাদের দাবি খুব তাড়াতাড়ি না মানা হলে আমরা দেশব্যাপী আন্দোলনে নামব। রেল অবরোধ করা হবে। চাক্কা জ্যাম কর্মসূচি পালন করা হবে।”

Uttarpara Municipality : তৃণমূল পরিচালিত পুরসভার সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন CPIM সাংসদ! সৌজন্যের ছবি হুগলিতে
এদিন হুগলি জেলার পাশাপাশি ‘মারাং বুরো বাঁচাও’, ভারত যাত্রা মশাল জুলুস সহ একাধিক দাবিতে সোমবার দুপুরে বালুরঘাট DM অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান আদিবাসী সেঙ্গেল অভিযানের শতাধিক মানুষ। এদিকে বিক্ষোভ কর্মসূচির আগে এদিন একটি মিছিল করা হয় বালুরঘাট শহরে৷ বালুরঘাট চকভৃগু থেকে মিছিলটি বেরিয়ে গোটা শহর পরিক্রমার করে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে এসে শেষ হয়৷ বিক্ষোভকারীরা তীর ধনুক ও মশাল হাতে নিয়ে আন্দোলনে সামিল হন। বিক্ষোভের পাশাপাশি আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া সমেত সম্মিলিত পত্র জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়। তাঁদের দাবি না মানা হলে, গোটা দেশের পাশাপাশি বালুরঘাটেও রেল রোকো আন্দোলন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *