Jalpaiguri News : ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের কর্মশালাতে অনুপস্থিত একাধিক শিক্ষক, ক্ষোভ উপ পুর প্রধানের – many teachers from different school absent at fire extinguisher training workshop in jalpaiguri


West Bengal News : আগুন লাগলে, তা নেভানোর ক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইশারের (Fire Extinguishers) ব্যবহার কিভাবে করতে হবে এই বিষয় নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছিল। অথচ সেই কর্মশালাতে অনুপস্থিত রইলেন একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকা। সেই সূত্রেই সোমবার বিকেলে জলপাইগুড়ি পুরসভার (Jalpaiguri Municipality) প্রয়াস হলে এই কর্মশালার মঞ্চ থেকে বক্তব্যের মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করলেন পুরসভার (Jalpaiguri Municipality) উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, “ভুলে গেলে চলবে না, এই কর্মশালাতে যারা ডেকে পাঠাচ্ছেন, তারা স্থানীয় সয়ংশাসিত সরকার। শিক্ষকদের ডেকে পাঠানো হয়েছিল ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য। যারা আসেননি তাঁদেরকে কিন্তু আগামী দিনে এই গুলির সম্পর্কে শিক্ষা গ্রহন করতে হবে।”

Uttarpara Municipality : তৃণমূল পরিচালিত পুরসভার সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন CPIM সাংসদ! সৌজন্যের ছবি হুগলিতে
এদিন এই কর্মশালায় জলপাইগুড়ি পুরসভা এলাকার উচ্চ বিদ্যালয়, জুনিয়র হাই স্কুল, প্রাথমিক এবং শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের ডাকা হয়েছিল। এই কর্মশালাতে উপস্থিত ছিলেন পুরসভার একাধিক আধিকারিক এবং জলপাইগুড়ি দমকল (Fire Brigade) কেন্দ্রের আধিকারিকরা। তাঁরা হাতে কলমে এবং আগুন লাগলে প্রাথমিক কাজ কি হবে, সেই সম্পর্কে প্রশিক্ষন দেন। পুরসভার বক্তব্য সমস্ত স্কুলে মিড ডে মিলের (Mid day Meal) রান্না হচ্ছে। সেখান থেকে আগুন লাগতেই পারে। আবার শর্ট সার্কিট থেকেও লাগতে পারে। যে কারণে প্রায় সমস্ত স্কুলেই ফায়ার এক্সটিংগুইশার (Fire Extinguishers) দেওয়া হয়েছে। শেষ হয়ে গেলে আবার পুরসভা সেগুলিকে রিফিল করে দেয়।

Municipality Tax : ৫০০ টাকা থেকে পুরকর একলাফে ২ লাখ ২০ হাজার! প্রতিবাদ বালুরঘাটে
এদিন সৈকত চট্টোপাধ্যায় আরও বলেন, “কেবল ফায়ার এক্সটিংগুইশার থাকলেই হবে না। তার ব্যবহার জানতে হবে। তাই পুরসভা উদ্যোগ নিয়ে দমকল (Fire Brigade) কর্তৃপক্ষের সাহায্যে প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। প্রয়োজনে সমস্ত স্কুলে আবার প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে।” ছাত্রছাত্রীদের সুরক্ষার দিকে তাকিয়েই যে এই ধরনের উদ্যোগ বারবার নেওয়া হবে, তা জানান তিনি।

Balurghat Municipality: শহরে যত্রতত্র লাগানো রাজনৈতিক পোস্টার-হোর্ডিং, খুলতে তৎপর বালুরঘাট পুরসভা! ঘটনা ঘিরে বিতর্ক
এদিকে যে সমস্ত স্কুল এই কর্মশালাতে অনুপস্থিত ছিল, সেই বিষয়ে প্রশ্ন করা হলে সৈকত বাবু বলেন, “আগুন ধরলে কি করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষনের দরকার ছিল। কিন্তু যারা অনুপস্থিত ছিলেন তাদের প্রতি বার্তা দেওয়া হয়েছে। ঠিক হয়েছে এইরকম কর্মশালার উদ্যোগ আবার নেওয়া হবে। তাতে সবাই কে উপস্থিত থাকা বাধ্যতামুলক করা হবে যারা আজ অনুপস্থিত ছিলেন।” তবে আজ ৯০ শতাংশ স্কুল উপস্থিত ছিল বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *