শাসকদলের এক বিধায়কের মুখে প্রশাসনিক আধিকারিক বিরোধী মন্তব্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রকাশ্যে এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকরা মুখ না খুললেও এই ঘটনায় যে তাঁরা ক্ষুব্ধ বিষয়টি স্পষ্ট সকলের কাছেই। সূত্রের খবর অনুযায়ী, এই বিষয়ে পুলিশ আধিকারিকরা ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশও করেছেন। এদিন প্রকাশ্য মঞ্চ থেকে বিধায়ক বলেন, “অনেক সময়েই শোনা যায়, থানায় কোনও পুলিশ আধিকারিকের কাছে কোনও অভিযোগ দায়ের করতে গেলে সংশ্লিষ্ট আধিকারিক সেই অভিযোগ বা ডায়রি নিতে চান না। আমি পরিষ্কার বলে রাখছি, কোনও পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ আসে, তাহলে তিনি কোনও সময় পাবেন না। ২৪ ঘন্টার মধ্যে সেই পুলিশ আধিকারিককে ঘাড় ধরে বিতাড়িত করা হবে”।
প্রসঙ্গত উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই আবাস বিতর্কে BDO-কে হুঁশিয়ারি দিয়েছিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক (TMC MLA)। েক দলীয় সভা থেকে রীতিমতো হুমকির সুরে বিধায়ক অরূপ চক্রবর্তী (Arup Chakraborty) বলেছিলেন, “দোতলা বাড়ির মালিক আবাস যোজনার সুবিধা পেলে BDO-র চাকরি থাকবে না। বিধানসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ তুলে BDO-কে সরকারি পদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।” এদিন বিধায়ক অরূপ চক্রবর্তী যখন প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্য করে ‘হুমকি’ বক্তব্য রাখছেন, তখন সভামঞ্চে উপস্থিত ছিলেন সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবু, বর্ষীয়াণ তৃণমূল নেতা ও সিমলাপাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রামানুজ সিংহ মহাপাত্র সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তালডাংরার বিধায়কের বক্তব্য সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। জেলা নেতৃত্বের দাবি, নির্দিষ্ট অভিযোগ পেয়ে ওই মন্তব্য করেছেন বিধায়ক।