নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন মমতা
অন্যদিকে, অবশেষে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালদা সফরে প্রশাসনিক সভা আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি। সভা থেকে নাম না করে দলের কয়েকজন প্রাক্তন নেতার উপর নিয়োগ দুর্নীতির দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,”আমি একদিনকে খুশি কয়েকটা ডাকাত-গদ্দার আমার দল থেকে বিদায় নিয়েছে। এরাই নিয়োগে বেনিয়ম করেছে। পুরুলিয়া জেলার কোটা কেটে দেওয়া হয়েছিল। পুরুলিয়ার কোনও ছেলে মেয়ে চাকরি পাচ্ছিল না। মাননীয় আদালতকে দু’পায়ে প্রণাম করে বলব এটা একবার খোঁজ নিয়ে দেখুন। অন্যরা দোষ করলেও শাস্তি পাবে। কিন্তু, একজন বিশারদের মতো বলছে ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা না দিতে। যেন নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন।”
মমতা আরও বলেন, “মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। যখন শিক্ষক নিয়োগ হয়েছিল আমি কোনওদিন কিছু বলিনি। কারণ এই নিয়ে আমার কথা বলা শোভা পায় না। আদালতে মামলা চলছে, আশা করি ন্যায্য বিচার হবে। সাময়িকভাবে কেউ ভুল বুঝে থাকতে পারেন। কেউ দোষ করে থাকল আমরা তাঁর দায়িত্ব নেব না। চাকরির ক্ষেত্রে পুরুলিয়ার ছেলে মেয়েদের বঞ্চিত করা হয়েছিল। পুরুলিয়ার কোটা একজন নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছিল। কিসের বিনিময়ে সেটা আমি আর বলতে চাই না। পরে আমি জানতে পেরে পুরুলিয়ার ছেলেমেয়েদের জন্য চাকরির ব্যবস্থা করেছি।”
অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের নিউটাউনের ফ্ল্যাট থেকে ২০২২ সালের টেট পরীক্ষার্থীদের ওএমআর শিট পাওয়া গিয়েছে। এই ঘটনাতেও ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দোষ প্রমাণ হলে দোষীদের আন্দামানে পাঠানোর কথাও বলেন তিনি।