Driving Licence Online: মাত্র চার ঘণ্টাতেই হাতে হাতে মিলবে লাইসেন্স, ঘোষণা পরিবহণমন্ত্রীর – new rule going to be introduced for issuing of driving licence transport minister announces


West Bengal Local News পরিবহণ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন। রাজ্য পরিবহণ ব্যবস্থাতে নতুন নিয়ম কার্যকর করার কথা জানাল রাজ্য পরিবহণ দফতর। দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী মঙ্গলবার হাওড়ার সাঁতরাগাছিতে সরকারি অনুষ্ঠানে এসে ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়মের বিষয়টি উল্লেখ করেন। এবার লাইসেন্স ইস্যু করায় অতীতের মতো আর দীর্ঘদিন অপেক্ষা করে হবে না। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার দিন শেষ হতে চলেছে বলেই মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী দাবি করেছেন।

এদিন হাওড়ার ওই অনুষ্ঠানে এসে পরিবহণ মন্ত্রীর ঘোষণা অনুযায়ী,”নতুন নিয়মে অনলাইন পদ্ধতির মাধ্যমে যে কেউ লাইসেন্সের আবেদন করতে পারবেন। আবেদন করার তালিকা অনুযায়ী, তাঁকে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা দেওয়ার পর ৪ ঘণ্টার মধ্যে তাঁর হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হবে। পাশাপাশি, আবেদন করার পরই তাঁর মোবাইলে মেসেজ করে তাঁর আবেদন পত্র জমা হওয়ার বার্তা দেওয়া হবে।” একইসঙ্গে স্লেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, লাইসেন্স হাতে না পাওয়া অবধি ওই মেসেজ দেখিয়েই সেই ব্যক্তি গাড়ি চালাতে পারবেন। এই মর্মে কলকাতা ও রাজ্য পুলিশকেও বিষয়টি নিয়ে অবগত করা হবে বলেও জানান পরিবহণ মন্ত্রী। অতএব লাইসেন্স পাওয়ার ব্যবস্থা আরও সরলীকরণ হল। কলকাতা ও রাজ্য পুলিশকেও শীঘ্র বিষয়টি নিয়ে অবগত করা হবে বলে জানানো হয়েছে।

Mamata Banerjee: রাজ্যের বাইরে কাজ করতে যাওয়া মানুষদের জন্য বিশেষ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

১৫ বছর আগের গাড়ি বাতিল নিয়ে নয়া নির্দেশ

১৫ বছরের উপরে গাড়িগুলোকে বাতিল করার জন্য রাজ্যের সমস্ত আরটিওকে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ বাতিল গাড়িকে স্ক্যাপ করা হবে। এর জন্য প্রতিটি জেলাতে স্ক্যাপ গ্রাউন্ডও তৈরি হবে। ওই স্ক্র্যাপ গ্রাউন্ডে বাণিজ্যিক গাড়ি জমা দিলে গাড়ির মালিক বৈধ কাগজ পাবেন বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী। ওই কাগজ দেখিয়ে নির্দিষ্ট রুট পারমিট দিয়ে সে পুনরায় নতুন গাড়ি কিনতে পারবেন।

Mamata Banerjee : ‘আদালতকে দু’পায়ে প্রণাম করে বলব…’, নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন মমতা

পছন্দের নম্বর পেতে নিয়ম

পছন্দের বিশেষ নম্বর পেতে গাড়ি কেনার আগে থেকে আবেদন করা যাবে। একই বিশেষ নম্বরের জন্য সব আবেদনকারীকে ডেকে তাঁদের মধ্যে নম্বরটি নিলাম হবে। যিনি সর্বোচ্চ দাম দেবেন, ওই নম্বর তাঁকেই দেওয়া হবে। এছাড়াও সাধারণ নম্বরের ক্ষেত্রে কোনও পরিবর্তন নেই। আবেদনকারীরা উপলব্ধ নম্বর থেকে বেছে নিতে পারবেন বলেই জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এ ছাড়াও আগামীদিনে ই-পরিবহণের উপরে সরকার জোর দিয়েছে বলেও জানান তিনি। যদিও রাজ্যের সর্বত্র গজিয়ে ওঠা টোটো তৈরীর কোম্পানিগুলোর জন্য মন্ত্রীর সতর্কতাবাণী, যাদের কাছে বৈধ সরকারি অনুমতি আছে তাঁরাই টোটো তৈরী করতে পারবে। তবে টোটো গাড়ির রেজিস্ট্রেশন ও লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে কোনও পরিকল্পনা নেই বলেই জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *