Heart Attack Causes : হেডফোন কানে লাগিয়ে ঘুমনো ছিল অভ্যাস! কালনায় চিরঘুমে তরুণী – kalna college student lost life in heart attack for sleep time using headphones


এই সময়, কালনা: রাতে হেডফোন কানে লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমোনো অভ্যাস। রবিবার রাতের খাওয়া সেরে ঘুমোনোর আগে সেভাবেই শুয়েছিলেন নাদনঘাটের উত্তর গোয়ালপাড়ার কলেজ পড়ুয়া মুক্তা বসাক (১৯)। তাঁর সঙ্গে শুয়েছিলেন মা ও ছোট বোন। সকালে ঘুম ভাঙছে না দেখে মেয়ের শরীরে হাত দিতেই চমকে ওঠেন মা। মেয়ের শরীর তখন বরফের মতো ঠান্ডা। তিনি চিৎকার করে উঠলে বাড়ির অন্যরা ছুটে আসে। সঙ্গে সঙ্গে কালনা মহকুমা হাসপাতালে (Kalna Sub-Divisional Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসক মুক্তাকে মৃত ঘোষণা করেন। দেহ ময়না-তদন্তর জন্য বর্ধমানে পাঠানোর সিদ্ধান্ত নেন কালনা হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু বলে মনে করছেন চিকিৎসকরা।

Terracotta Temples of Bengal : কালনার টেরাকোটা মন্দিরের কাজ দেখে মুগ্ধ গঙ্গাবিলাসীরা
৩ বোনের মধ্যে বড় মুক্তা। কালনা কলেজে (Kalna College) কলা বিভাগে প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি। বাবা মাধব বসাক তাঁতের কাজ করেন। বড় মেয়ে যে আর নেই তা বিশ্বাসই করতে পারছেন না মা মিনতি বসাক। বলেন, “রাতে সবার সঙ্গে খেয়ে সাড়ে ন’টা নাগাদ শুতে গেল। মুক্তার সঙ্গে আমার ছোট মেয়েও শুয়েছিল খাটে। মেয়ে হেডফোন লাগিয়ে রাত পর্যন্ত গান শুনে ঘুমোত।” এদিন সকালে উঠে মিনতি দেখেন, মুক্তার কানে হেডফোন লাগানো রয়েছে। কিন্তু মেয়ে উঠছে না দেখে তিনি ডাকাডাকি শুরু করেন।

Durgapur News : ম্যাসাজ চেয়ারে বসার পরেই হৃদরোগে মৃত্যু
বলেন, “সাড়াশব্দ পাচ্ছি না বলে গায়ে হাত দিতেই দেখি, ঠান্ডা।” বাবা মাধব বসাক জানিয়েছেন, মেয়ের কোনও অসুস্থতা ছিল না। কালনা মহকুমা হাসপাতালের (Kalna Sub-Divisional Hospital) সুপার চন্দ্রশেখর মাইতি বলেন, “প্রথমে ঠিক হয়েছিল ৪ সদস্যর টিম গঠন করে এখানেই ময়না-তদন্ত করা হবে। কিন্তু এখানে কোনও বিশেষজ্ঞ না থাকার কারণে শেষে বর্ধমানে পাঠানোর সিদ্ধান্ত নিই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *