Hooghly News : পুকুর ভরাটকে কেন্দ্র করে BJP-তৃণমূল কর্মীদের মধ্যে বচসা, ধুন্ধুমার চুঁচুড়ায় – bjp and tmc clash and road blocked in chinsurah


West Bengal News: পুকুর ভরাটের ঘটনাকে কেন্দ্র করে BJP ও তৃণমূল কর্মীদের মধ্যে ধুন্ধুমার। উত্তেজনা চুঁচুড়া (Chinsurah) ত্রিবেণী রোডের (Tribeni Road) সাহাগঞ্জ ত্রিকোন পার্ক মোড়ে। এলাকায় পুকুর ভরাট হচ্ছে এমন অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন স্থানীয় BJP কর্মীরা। রাস্তা অবরোধ তুলে দিতে গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বাধে অবরোধকারীদের। ঘটনাস্থলে হাজির হয় চুঁচুড়া থানার (Chinsurah Police Station) পুলিশ। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Hooghly News: ‘কাটমানিখোর’! ফের শিরোনামে মহিলাকে দিয়ে পা টেপানো চুঁচুড়ার বিধায়ক
মঙ্গলবার চুঁচুড়া ত্রিবেণী রোডের সাহাগঞ্জ ত্রিকোন পার্ক মোড়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে BJP। উল্লেখ্য ,গতকাল সামাজিক মাধ্যমে চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের অনুগামীদের বিরুদ্ধে পুকুর ভরাট করার একটি অভিযোগ ছড়িয়ে পড়ে। ১১০ টি পুকুর ও জলা জমি বুজিয়ে বিগত পাঁচ বছরে কোটি কোটি টাকা উপার্জন করা হচ্ছে বলে অভিযোগ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই অভিযোগের ভিত্তিতেই রাস্তা অবরোধ করে BJP। অভিযোগ, হুগলি জেলার চুঁচুড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ের পাশে থাকা পুকুর ভরাট করা হচ্ছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে BJP। এরপরেই স্থানীয় তৃণমূল কর্মীরা অবরোধ তুলতে রাস্তায় নেমে পড়ে। কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ (Chinsurah Police Station) এসে পরিস্থিতি সামাল দেয়।

Hooghly News : BJP করার অপরাধে মারধর, বাড়ি ভাঙচুর! হুগলিতে গ্রেফতার দুই তৃনমূল কর্মী
BJP নেতা রাকেশ বৈদ্য জানান, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুকুর ভরাটের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছিল। সেখানে শান্তিপূর্ণ আন্দোলন ছিল। বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তাঁর দলের বেশ কিছু কর্মীরা পুকুর ভরাট করেছে। তাঁর বিরুদ্ধে এই আন্দোলন। তিনি বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনের শাসকদলের কর্মীরা এসে চড়াও হয় এবং আমাদের আন্দোলনকে কণ্ঠরোধ করার চেষ্টা করে। প্রত্যেকটা ওয়ার্ডে চার থেকে পাঁচটা করে পুকুর ভরাট করা হয়েছে। এমনকি তৃণমূলের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রকাশ্য লিখছে বিধায়ক ১১০টা পুকুর ভরাট করে কাটমানি খেয়েছে।”

বিষয়টি নিয়ে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, “আমার কাছে এরকম কোনও খবর নেই। আমি খোঁজ নেব যদি সত্যি হয় থাকে তাহলে ব্যবস্থা নেব। তৃণমূল কর্মীরা যদি যুক্ত থাকে তাহলে তারা দল করার অধিকার হারাবে। আমি পুকুর ভরাট এবং গাছ কাটার বিরোধী। শহরে একাধিক পুকুর ভরাট হয়েছিল সেগুলো জানতে পেরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।”

Bhangar TMC-ISF Clash : নওশাদের পর ভাঙর থেকে গ্রেফতার ISF নেতা, এলাকায় চাঞ্চল্য
মঙ্গলবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিজেপির অবরোধ চলাকালীন বাধা দেয় কিছু তৃণমূল কর্মী, সমর্থকরা। স্থানীয় তৃণমূল নেতা জবর ভৌমিকের অভিযোগ, হাতজোড় করে অনুরোধ করি হাসপাতালে যাওয়ার এটি গুরুত্বপূর্ণ রাস্তা। অবরোধ তুলে নিতে। উল্টে তারা ধাক্কা দেয়। পরে বেশ কিছু তৃণমূল কর্মী গিয়ে রাস্তার উপরে জ্বলতে থাকা টায়ার নিভিয়ে দেয়। তারা নিজেদের মধ্যে নিজেরা গন্ডগোল করছে উল্টে আমাদের নামে দোষ দিচ্ছে। তবে পুকুর ভরাট নিয়ে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে বলে জানিয়েছে স্থানীয় BJP নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *