Hooghly News : প্লাস্টিক ব্যাগ বন্ধ করতে গিয়ে ব্যবসায়ীর সঙ্গে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কাউন্সিলর, উত্তেজনা উত্তরপাড়ায় – tmc councillor got involved in a fight with a business man on plastic bag uses prevention


Hooghly : প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করতে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল কাউন্সিলর (TMC Councillor)। পালটা দোকানদারকে মারধর করার অভিযোগ। ঘটনা উত্তরপাড়া পুরসভা (Uttarpara Municipality) এলাকায়। প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করা হচ্ছে মিস্টির দোকানে। অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে ঝামেলায় জড়ালেন তৃণমূল কাউন্সিলর। মিস্টি ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও কর্মচারীকে মারধরের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর অজয় সিংয়ের পালটা দাবি মারধর করা হয়নি। প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য বলতে গেলে মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করেন দোকানদার। প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে উত্তরপাড়া জুড়ে প্রচার চালানো হচ্ছে। প্রচার চালানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। হিন্দমোটর স্টেশন রোড এলাকায় একটি মিস্টির দোকানে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে যান সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর অজয় সিং। তা নিয়ে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। মিস্টি ব্যবসায়ী সঞ্জয় পালের অভিযোগ, প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে বলতে এসেছিল। আমরা দোকানে কাপরের ব্যাগ ব্যবহার করি। শুধু বলেছিলাম, প্লাস্টিক এখানে বন্ধ করে কী হবে, যেখানে তৈরি হচ্ছে সেই কারখানা বন্ধ করতে।

Hooghly News : BJP করার অপরাধে মারধর, বাড়ি ভাঙচুর! হুগলিতে গ্রেফতার দুই তৃনমূল কর্মী
কাউন্সিলর দলবল নিয়ে এসে মারধোর করল। তিনি বলেন, “আমার কপাল ফেটে গিয়েছে। আসলে প্লাস্টিকটা একটা লোক দেখানো ব্যাপার। ভোটের সময় আমার দোকানে বিজেপির একটা হোর্ডিং লাগানো ছিল সেটাই রাগ।” ব্যবসায়ীর স্ত্রী প্রতিমা পাল বলেন, তৃণমূলের লোকজন এসে মারধর করেছে। আমার জামা ছিঁড়ে দিয়েছে। ওরা জিতেছে বলে এমন করবে কেন ? তৃণমূল কাউন্সিলর অজয় সিং ওরফে মার্শাল বলেন, “কাউকে মারধর করা হয়নি। প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে বলায় আমাদের কর্মীদের দোকানদাররা গালাগাল দিয়েছে। আমাকে কর্মীরা বিষয়টি বললে আজ বিকালে গিয়ে আমি বলি। তখন আমাকেও খারাপ কথা বলে আমার উপর চড়াও হয়।” তবে পুরো ঘটনা ধরা পড়ে দোকানের সিসি ক্যামেরায়। দু’পক্ষই থানায় জানাবে বলে জানানো হয়েছে।

Hooghly News : পুকুর ভরাটকে কেন্দ্র করে BJP-তৃণমূল কর্মীদের মধ্যে বচসা, ধুন্ধুমার চুঁচুড়ায়
বিষয়টি নিয়ে স্থানীয় BJP নেতা পঙ্কজ রায় বলেন, প্লাস্টিক যদি ব্যবহার করে থাকে তার জন্য নির্দিষ্ট আইন আছে। পুরসভা প্রয়োজনে ফাইন করতে পারে। তার জন্য মারধর করতে হবে এটা কোন আইনে লেখা আছে। আসলে তৃণমূল ব্যবসায়ীদের বিরোধী। বড় নেতারা বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে আর ছোট ছোট নেতারা ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজ করছে। তবে পুরো ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *