Mid Day Meal: গ্লাভস-অ্যাপ্রন পরে মিড-ডে মিলের রাঁধুনি, আচমকা হানা দিলে তবেই তো ধরা পড়বে! কটাক্ষ শুভেন্দুর – suvendu adhikari tweets and suggested central team to do random check to know the real status of mid day meal


রাজ্য মিড ডে মিল প্রক্রিয়া খতিয়ে দেখতে রাজ্য ১১ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অসত্যকে ঢেকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হচ্ছে। দায়িত্বে থাকা সরকারি আধিকারিকরা কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সেই সমস্ত স্কুলেই নিয়ে যাচ্ছে যাদের আগে থেকে সতর্ক করে রাখা হয়েছে। দুর্নীতি অনিয়ম লুকোতে মিড মিল স্টাফদেরও এতে সামিল করা হচ্ছে বলে দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

Paschim Medinipur : কখনও ছাত্র, কখনও শিক্ষক! পশ্চিম মেদিনীপুরের ক্লাসে অন্য ভূমিকায় ২ আমলা

এদিন টুইট করে শুভেন্দু অধিকারী বলেন, ”কেন্দ্রীয় প্রতিনিধি দলের (Central Team) উচিত নিজেদের মতো যেমন খুশি তেমন স্কুল বেছে হানা দেওয়া উচিত নইলে আসল ছবিটা ধরা পড়বে না। রাজ্য সরকারের আধিকারিকরা কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বাছাই করা স্কুলে মিড ডে মিল প্রক্রিয়া খতিয়ে দেখতে নিয়ে যাচ্ছে। আগে থেকে জানানো বলে রান্নার কর্মীদের অ্যাপ্রন, গ্লাভস ও টুপি পরে দেখা যাচ্ছে। আর রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন। হাতেনাতে ধরতে আগাম খবর না দিয়ে যেতে হবে।” এই টুইটের সঙ্গেই তিনি একটি হোয়াটস অ্যাপ মেসেজেরও স্ক্রিনশট দেন। যেখানে মিড-ডে-মিলের রাঁধুনীদের জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে দেখা যাচ্ছে।

শুভেন্দুর এই টুইটকে কটাক্ষ করে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ”শুভেন্দু অধিকারীর টুইট নয় এগুলো হচ্ছে হাল্লা চলেছে যুদ্ধে। এত যখন সমস্যা তখন একটা কাজ করুক ওরা, কেন্দ্রীয় দলের হাতে বরং একটা কম্পাস দিক। ক্যালকুলাসের কম্পাস। যাতে ওটা হাতে নিয়ে কম্পাসের কাঁটা যেদিকে দুলবে কেন্দ্রীয় দলও সেদিকেই যাবে। নইলে এখানে যাই হবে ওদের গায়ে জ্বালা ধরবে। ”

Midday Meal Scheme : মিড ডে মিল খেয়ে-ঘুরে হাল জানল জে আরএম

মিড-ডে মিল (Mid Day Meal) ব্যবস্থা খতিয়ে দেখতে সোমবারই রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। গতকাল থেকেই তারা বিভিন্ন স্কুলে পরিদর্শন করছেন। সোমবার সকালে বিকাশ ভবনে শিক্ষা সচিব মনীশ জৈন, স্কুলশিক্ষা কমিশনার শুভ্র চক্রবর্তী এবং মিড ডে মিলের (Mid Day Meal) রাজ্য প্রকল্প অধিকর্তা তপনকুমার অধিকারীর সঙ্গে বৈঠকের পর নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন সংলগ্ন বনমালীপুর প্রাথমিক বিদ্যালয়ে যান তারা। সেখানেস্বনির্ভর গোষ্ঠীর রাঁধুনিদের অ্যাপ্রন, গ্লাভস এবং শাওয়ার ক্যাপ পরে রান্না করতে দেখা যায়। সোনারপুর ব্লকের কালিকাপুর বাসন্তীদেবী বালিকা বিদ্যালয় এবং এপি নগর অতুলকৃষ্ণ রায় গার্লস স্কুলেও যায় প্রতিনিধি দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *