Paschim Medinipur : রাতের অন্ধকারে গোয়াল থেকে গোরু চুরির চেষ্টা, খড়গপুরে হাতেনাতে পাকড়াও ৪ – four cow thieves caught by villagers while stealing cow from kharagpur


West Bengal News : গোরু পাচারের (Cow theft) মামলার তদন্তে তোলপাড় রাজ্য-রাজনীতি। তার মধ্যেই রাতের অন্ধকারে গোয়াল থেকে একের পর গোরু চুরির অভিযোগে তোলপাড় খড়গপুর (Kharagpur)। গতকাল সোমবার রাতে গোরু চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল একটি পিকআপ ভ্যান সহ ৪ দুষ্কৃতী। সোমবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার খড়গপুরের (Kharagpur) জিনশহর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Paschim Medinipur : ব্যাঙ্ক থেকে বের হতেই ব্যাগ ছিনতাই! স্থানীয়দের তৎপরতায় পাকড়াও দুষ্কৃতী, চাঞ্চল্য চন্দ্রকোণায়
উল্লেখ্য, সোমবার গভীর রাতে খড়্গপুর (Kharagpur) এক নম্বর ব্লকের জীনশহর এলাকায় গোরু চুরি (Cow theft) করতে এসে এলাকার মানুষের হাতে হাতেনাতে ধরা পড়ে যায় দুষ্কৃতীরা। একটি পিকআপ ভ্যানে করে গোরু চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা। সেই সময় এলাকার মানুষের হস্তক্ষেপে হাতেনাতে ধরা পড়ে যায় পিকআপ ভ্যান সহ দুষ্কৃতীরা।

Siliguri News : মাফলার বেয়ে উঠে লাখ লাখ টাকার গয়না চুরি, শিলিগুড়ির ঘটনায় চাঞ্চল্য
এরপর খড়গপুর লোকাল থানায় (Kharagpur Local Police Station) খবর দেওয়া হলে ভোর রাতে খড়্গপুর লোকাল থানার পুলিশ (Kharagpur Local Police Station) এসে ওই ৪ দুষ্কৃতীসহ পিকআপ ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ছেনী, হাতুড়ি, ভোজালি ও ছুরি উদ্ধার করা হয়েছে। পিকআপ ভ্যানে থাকা ১২টি গোরুও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর লোকাল থানার পুলিশ। প্রসঙ্গত, এই এলাকার অধিকাংশ পরিবারই কৃষিজীবী। ফলে প্রায় প্রত্যেক বাড়িতেই লাঙল টানার জন্য গোরুর প্রতিপালন হয়। অধিকাংশ পরিবারেরই খোলা জায়গায় গোয়াল। এতদিন এলাকায় সে অর্থে কখনও গরু চুরির ঘটনা না ঘটায় নিশ্চিন্তে সেই খোলা গোয়ালেই গোরু বেঁধে রাখতেন গ্রামের মানুষ। কিন্তু গত কাল রাতেই হঠাৎ গণ্ডগোল বাঁধে।

Paschim Medinipur : ক্যানেলের জলে ভেসে উঠল কঙ্কাল, আতঙ্ক খড়গপুরে
স্থানীয়দের দাবী, রাত একটা দেড়টার মাঝামাঝি দুষ্কৃতীরা একের পর এক বাড়ির গোয়ালে হানা দিয়ে চুপিসাড়ে মোট ১২ টি গোরু খুলে নিয়ে যায়। তাঁদের ধারণা, গ্রামের অদূরে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে সেই গোরু তুলে অন্যত্র নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু শুধু একটি ছোট ভুল। গাড়িতে যেখানে গোরুগুলি বোঝাই করা হচ্ছিল, সেখানে ভুল করে দুষ্কৃতীরা একটি গরুকে বেঁধে রাখে। আর তাতেই স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয়দের দাবী, এই গোরু চোর-চক্রের সঙ্গে পাচারকারীদের যোগ থাকতে পারে। পুলিশ সব দিকই খতিয়ে দেখছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *