Primary TET Scam : হামাগুড়ি দিয়ে মিছিল হবু শিক্ষক-শিক্ষিকাদের – primary tet scam job aspirants protested in unique way


এই সময়: হেঁটে নয়, হামাগুড়ি দিয়ে মিছিল! মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে প্রতিবাদের নতুন চেহারার সাক্ষী খাস কলকাতার রাজপথ। সোমবার দুপুরে হামাগুড়ি দিয়ে এই মিছিল করলেন রাজ্যে উচ্চ-প্রাথমিকের কয়েকশো হবু শিক্ষক-শিক্ষিকা। ইন্টারভিউ দিলেও ৯ বছর ধরে তাঁদের নিয়োগ হয়নি। এই অন্য রকম মিছিল করার সময়ে তাঁদের পরনে ছিল কালো পোশাক। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে জমায়েত করে সেখান থেকে শহিদ মিনার, প্রেস ক্লাব, ডোরিনা ক্রসিং, টিপু সুলতান মসজিদ হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত কয়েকশো চাকরিপ্রার্থী হামাগুড়ি দিতে দিতে মিছিল করেন। ওই পথ ছিল প্রায় সওয়া এক কিলোমিটার দীর্ঘ, মিছিলে সময় লেগেছে ঘণ্টা খানেক- দুপুর ১টা থেকে দুপুর ২টো। এর ফলে কয়েক জন অসুস্থ হয়ে পড়েন, কেউ কেউ চোট পান। ওই হবু শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর নজর কাড়তে এবং অবিলম্বে প্যানেল প্রকাশ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে এই অভিনব পদ্ধতিতে মিছিল।

Kuntal Ghosh : উচ্চ প্রাথমিকেও! নয়া চিন্তা কুন্তল-গ্রেফতারিতে
উচ্চ-প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার চাকরি পেতে দু’বার ইন্টারভিউ দিয়েছেন ১৪ হাজারের বেশি প্রার্থী। আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টে নিয়োগ প্যানেল জমা দেওয়ার সময়ও পেরিয়ে গিয়েছে দু’মাস হলো। এই অবস্থায় চাকরিপ্রার্থীরা বারবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন। সম্প্রতি তাঁরা দেখা করেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গেও। কিন্তু তার পরেও অচলাবস্থা কাটেনি। সূত্রের খবর, ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের ওএমআর-যাচাই চূড়ান্ত পর্যায়ে। কিছু দিনের মধ্যে এসএসসি আদালতে রিপোর্ট জমা দেবে।

Primary TET Scam: ‘পরীক্ষার্থীদের ওএমআর শিট সম্পূর্ণ সুরক্ষিত’, কুন্তল প্রসঙ্গে দাবি পর্ষদ সভাপতির
এ দিন দুপুর রোদে হামাগুড়ি দিয়ে এক কিলোমিটারের বেশি পথ পেরোতে চার জন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে রায়হান মণ্ডলকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মিছিলে হামাগুড়ি দিতে গিয়ে বেশ কয়েক জন প্রার্থীর জামা-ট্রাউজার্সের পাশাপাশি শরীরের বিভিন্ন অংশের চামড়া ছিঁড়ে যায়, রক্ত পড়তে থাকে। রায়হানের অভিযোগ, ‘২০১৪ সালের ৩০ জানুয়ারি উচ্চ-প্রাথমিকে টেট পরীক্ষার জন্য প্রথম অফলাইন বিজ্ঞপ্তি বেরোয়। সোমবার অপেক্ষার ৩,২৮৭ দিন পেরলো। তবু ঘোষিত ১৪,৩৩৯টি শূন্যপদে নিয়োগ অধরা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *