উচ্চ-প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার চাকরি পেতে দু’বার ইন্টারভিউ দিয়েছেন ১৪ হাজারের বেশি প্রার্থী। আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টে নিয়োগ প্যানেল জমা দেওয়ার সময়ও পেরিয়ে গিয়েছে দু’মাস হলো। এই অবস্থায় চাকরিপ্রার্থীরা বারবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন। সম্প্রতি তাঁরা দেখা করেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গেও। কিন্তু তার পরেও অচলাবস্থা কাটেনি। সূত্রের খবর, ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের ওএমআর-যাচাই চূড়ান্ত পর্যায়ে। কিছু দিনের মধ্যে এসএসসি আদালতে রিপোর্ট জমা দেবে।
এ দিন দুপুর রোদে হামাগুড়ি দিয়ে এক কিলোমিটারের বেশি পথ পেরোতে চার জন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে রায়হান মণ্ডলকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মিছিলে হামাগুড়ি দিতে গিয়ে বেশ কয়েক জন প্রার্থীর জামা-ট্রাউজার্সের পাশাপাশি শরীরের বিভিন্ন অংশের চামড়া ছিঁড়ে যায়, রক্ত পড়তে থাকে। রায়হানের অভিযোগ, ‘২০১৪ সালের ৩০ জানুয়ারি উচ্চ-প্রাথমিকে টেট পরীক্ষার জন্য প্রথম অফলাইন বিজ্ঞপ্তি বেরোয়। সোমবার অপেক্ষার ৩,২৮৭ দিন পেরলো। তবু ঘোষিত ১৪,৩৩৯টি শূন্যপদে নিয়োগ অধরা।’