Purulia News : বিক্ষুদ্ধদের নিয়ে কর্মী সম্মেলনের ডাক! ঝালদায় চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল – agitated trinamool congress workers of purulia organise party meeting without permission


সামনে পঞ্চায়েতন নির্বাচন (Panchayat Election 2023)। তার আগে দলকে ঐক্যবন্ধ করার বার্তা দিচ্ছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তারমধ্যেই পুরুলিয়ার ঝালদায় প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের ছবি। পুরুলিয়ার ঝালদা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ২০২২ সালের পুরসভা নির্বাচনের সময় থেকে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে ঝালদা। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুন করা হয়েছিল। পুরসভা নিয়ে এখনও টানাপোড়েন চলছে। তারমধ্যেই শাসকদলের গোষ্ঠীকোন্দল নতুন করে এই এলাকার উত্তাপ বাড়িয়েছে। বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীদের সম্মেলনের ডাক দেয় ঝালদা দঁড়দা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। এই নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে এল ঝালদা ১ নম্বর ব্লকে শাসকদলের গোষ্ঠীকোন্দল। বিক্ষুব্ধ কর্মীদের নিয়ে আলাদা করে সম্মেলন আয়োজিত হওয়ার কারণে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এই মধ্যেই ‘বিক্ষুব্ধ’ কর্মীদের নাম করে এই কর্মী সম্মেলনের পোস্টার ছাপানো হয়েছে। সোশাল মিডিয়া চলছে কর্মী সম্মেলনের প্রচারও। পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও ব্যবহার করা হয়েছে। দঁড়দা অঞ্চলের বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ৬ই ফেব্রুয়ারি ঝালদা নায়ামোড়ে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। গোটা ঘটনায় বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকে কাঠগড়ায় তোলা হয়েছে।

Jhalda Municipality : হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য, ঝালদা পুরসভায় জট অব্যাহত
আলাদা করে বিক্ষুব্ধ কর্মীদের এই সম্মেলন কেন? এই প্রশ্নের জবাবে আয়োজকদের একাংশ স্থানীয় বিধায়কের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তৃণমূল নেতা শেখ কবির বলেন, ‘ঝালদাতে দলে কোনও গোষ্ঠী ছিল না। নতুন বিধায়ক জেতার পর থেকেই অঞ্চল সভাপতিকে কোণঠাসা করে অন্য দল থেকে নতুন নতুন ব্যক্তিদের যোগদান করানো হয়েছে। কোনও বুথ সভাপতি বা পঞ্চায়েতের সদস্যদেরও মতামত নেওয়া হয়নি। দিদির দূত কর্মসূচিতেও নতুনদের ডাকা হয়েছে। পুরনো কর্মীদের কোনও জায়গা দেওয়া হয়নি। সেই কারণে আমার শক্তি দেখানোর জন্য সম্মেলন ডেকেছি। জেলা নেতৃত্বকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। বিধায়কই এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বজায় রাখতে চাইছে। এমনভাবে চললে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল হবে না।’

TMC : দলীয় ফান্ডের টাকা আত্মসাৎ সভাপতির! ক্ষোভে পার্টি অফিসে তালা কর্মীদের, প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব

ঝালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চিরঞ্জীব চন্দ্র এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের বিধায়ক প্রতিটা অঞ্চলে ঘুরছেন এবং খাটছেন। তিনি প্রত্যেকটা কর্মীর পাশে রয়েছেন। আমরা জানি পঞ্চায়েত নির্বাচনে এখানে সহজেই জিতব। কয়েকজন বিক্ষুব্ধ মানুষ কিছু করতে পারবে না। ব্যবসা করা ও টাকা কামানোর জন্য এই সব বলা হচ্ছে। দল করে জমি দখলের চেষ্টা করছে। এরা দল বিরোধী কাজ করছে। দলের জেলা সভাপতি ও রাজ্য নেতৃত্বকে আমার গোটা ঘটনায় বিষযটি জানাবো।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *