Virat Kohli and Anushka Sharma head for another spiritual trip to Rishikesh


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিন বছরের খরা কাটিয়ে টি-টোয়েন্টি ও একদিনের ফরম্যাটে শতরান এসেছে। তবে টেস্ট ক্রিকেটে তিন অঙ্কের রান এখনও অধরা। সামনেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত হবে বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy 2023)। সেখানে প্যাট কামিন্স (Pat Cummins) , জশ হ্যাজেলউডদের (Josh Hazelwood) বিরুদ্ধে বড় রান পেতে মরিয়া টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। তাই স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও কোলের মেয়ে ভামিকা-কে (Vamika) নিয়ে হৃষীকেশের স্বামী দয়ানন্দ গিরি আশ্রমে গিয়েছিলেন ‘কিং কোহলি।  

চলতি বছর দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023) ছাড়া রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC Test Championship Final 2023) যাওয়ার সুযোগ। এমন বড় প্রতিযোগিতায় নামার আগে পরিবারকে সময় দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা। 

আরও পড়ুন: Exclusive, Shankar Lal Chakraborty: প্রথম বাঙালি হিসেবে AFC Pro License কোচ! কাকে উৎসর্গ করলেন শঙ্কর?

আরও পড়ুন: Archana Devi, U-19 T20 World Cup 2023: ‘ডাইনি’-র মেয়ে বিশ্বজয়ী! জেনে নিন অর্চনা দেবীর জীবনের চমকে দেওয়া গল্প

দয়ানন্দ গিরি আশ্রমের তরফ থেকে জানানো হয়েছে যে, বিরাট সেখানে দয়ানন্দ সরস্বতীর সমাধিতে গিয়েছিলেন। এমনকি সন্ধের দিকে আরতিতেও অংশ নিয়েছিলেন। তাঁকে অন্য ভক্তদের সঙ্গে গঙ্গার ঘাটেও দেখা গিয়েছিল। ৩১ জানুয়ারিতে সেখানে বিরাটের একাধিক কর্মসূচি রয়েছে। এর আগে চলতি বছরের গোড়ার দিকে পাপারাৎজিদের ফাঁকি দিয়ে বাবা নিম করোলির আশ্রমে (Baba Neem Karoli Ashram) গিয়ে প্রার্থনা করেছিলেন বিরুষ্কার (Virushka)। দুস্থদের জন্য কম্বল বিতরণ করেন তাঁরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *