West Bengal Weather Update : ফেব্রুয়ারির শুরুতেই শীতের কামব্যাক, মেয়াদ কদ্দিন? – temperature may fall from february in kolkata and west bengal districts


ফের একবার তাপমাত্রা কমার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের শুরুতেই শীতের একটা ছোট স্পেল দেখবে রাজ্যবাসী। বৃহস্পতিবার থেকে ফের শীতের আমেজ উপভোগ করার সুযোগ পাবে রাজ্যবাসী। ফলে এখনই যে লেপ-কম্বল, সোয়াটার-টুপি ট্রাঙ্কবাক্সে তুলে রাখার সময় এসে গেল তা বলা চলে না। যদিও এই শীতের মেয়াদ আর ঠিক কতদিন, তা এখনও স্পষ্ট করেনি আলিপুর আবহাওয়া দফতর।
Kolkata Weather Today : ঘন কুয়াশায় মোড়া কলকাতার আকাশ, রাস্তাঘাটে গাড়িঘোড়া ‘ভ্যানিশ’

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় আগামী কয়েকদিন মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে। সোমবারের তুলনায় মঙ্গলবার আবার এক ধাক্কায় বাড়ল তাপমাত্রা। মঙ্গল এবং বুধ দু’দিনের জন্য কার্যত শীত উধাও হবে। বৃহষ্পতিবার থেকে আবার শীতের স্পেল আসতে চলেছে। ফিরবে দিনভর শীতের আমেজ। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৫ থেকে ৮৮ শতাংশ।

West Bengal Weather Update : ‘যাই যাই বলো না…’, শহরে কামব্যাক শীতের! এক ধাক্কায় পারদ পতন
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

আগামী পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বিহার সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট একটু বেশি হতে পারে।

Weather Update: খামখেয়ালি আবহাওয়ায় পারদের ওঠাপড়া, ভ্যালেন্টাইন ডে-এর আগে ফিরবে শীত?
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী পাঁচদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উপকূলীয় জেলাগুলিতে সকালে হালকা কুয়াশা থাকবে। বাকি কোথাও কুয়াশার কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ওঠানামা করবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মঙ্গল এবং বুধবার দু’দিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে ফের উত্তুরে হওয়া বইবে। তাপমাত্রা অনেকটা নামতে পারে। শীতের স্পেল চলবে আগামী সোমবার পর্যন্ত।

Kolkata Weather Update : শেষবেলায় শীতের ঝলক, পারদ পতন শহরে
ভিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?

দিল্লিতে কুয়াশার দাপট অব্যাহত। রাজধানী দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকাতেও কুয়াশা। দৃশ্যমানতা কোথাও শুন্যে নেমে এসেছে। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে আগামী ২৪ ঘণ্টায় অতি ঘন কুয়াশা দেখা যাচ্ছে। ঘন কুয়াশা থাকবে মঙ্গলবারও। পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ১ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি, শিলা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কুড়ি থেকে ত্রিশ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, কাশ্মীর ভ্যালি, মজাফফরাবাদ এবং হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীর, মজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং রাজস্থান ও উত্তরপ্রদেশের কিছু অংশে। শিলা বৃষ্টির সম্ভাবনা হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কিছু অংশে। দিল্লিতে ও আজ সকালের দিকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *