বাজেটে বাংলার প্রাপ্তি, বরাদ্দ বাড়ল মেট্রো প্রকল্পে Allocation increased for metro Projects in Bengal


জ্যোর্তিময় কর্মকার: প্রথম পর্যায়ে তারাতলা পর্যন্ত চালু হয়ে গিয়েছে। চলতি বছরের বাজেটে এবার জোকা-মাঝেরহাট মেট্রোর বরাদ্দ বাড়ল। বাদ গেল না নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর ও এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো প্রকল্পও। ইস্ট-ওয়েস্ট মেট্রোর বরাদ্দ অবশ্য অপরিবর্তিতই থাকল।

মেট্রো পথে জুড়ছে শহর। স্রেফ ইস্ট-ওয়েস্ট নয়, নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ও এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া পর্যন্তও মেট্রোর কাজ চলছে। সেই কাজে এবার গতি আনতে চাইছে কেন্দ্র। সঙ্গে জোকা-মাঝেরহাট মেট্রোতেও। কীভাবে? 

মেট্রো বাজেট

——–

প্রকল্প                                   বরাদ্দ ছিল         বরাদ্দ হল

নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর          ১৮৩৮ কোটি      ২৪৫০ কোটি

এয়ারপোর্ট-নিউ গড়িয়া            ৯৩৪ কোটি           ১২০০ কোটি

জোকা-মাঝেরহাট                     ৭৯৪ কোটি        ১৩৫০ কোটি

আরও পড়ুন: Saltlake CGO Complex: বিড়াল উদ্ধারে দমকল! আজবকাণ্ড সল্টলেকের সিজিও কমপ্লেক্সে

এদিকে এক দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজও শেষ হয়নি এখনও। তবে এই প্রকল্পে বরাদ্দের কোনও হেরফের ঘটল না। বরাদ্দ থাকল সেই হাজার কোটি টাকাই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *