জ্যোর্তিময় কর্মকার: প্রথম পর্যায়ে তারাতলা পর্যন্ত চালু হয়ে গিয়েছে। চলতি বছরের বাজেটে এবার জোকা-মাঝেরহাট মেট্রোর বরাদ্দ বাড়ল। বাদ গেল না নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর ও এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো প্রকল্পও। ইস্ট-ওয়েস্ট মেট্রোর বরাদ্দ অবশ্য অপরিবর্তিতই থাকল।
মেট্রো পথে জুড়ছে শহর। স্রেফ ইস্ট-ওয়েস্ট নয়, নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ও এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া পর্যন্তও মেট্রোর কাজ চলছে। সেই কাজে এবার গতি আনতে চাইছে কেন্দ্র। সঙ্গে জোকা-মাঝেরহাট মেট্রোতেও। কীভাবে?
মেট্রো বাজেট
——–
প্রকল্প বরাদ্দ ছিল বরাদ্দ হল
নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর ১৮৩৮ কোটি ২৪৫০ কোটি
এয়ারপোর্ট-নিউ গড়িয়া ৯৩৪ কোটি ১২০০ কোটি
জোকা-মাঝেরহাট ৭৯৪ কোটি ১৩৫০ কোটি
আরও পড়ুন: Saltlake CGO Complex: বিড়াল উদ্ধারে দমকল! আজবকাণ্ড সল্টলেকের সিজিও কমপ্লেক্সে
এদিকে এক দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজও শেষ হয়নি এখনও। তবে এই প্রকল্পে বরাদ্দের কোনও হেরফের ঘটল না। বরাদ্দ থাকল সেই হাজার কোটি টাকাই।