বিরাট রাজার গদি কাড়লেন গিল! আহমেদাবাদে উঠল রেকর্ড সুনামি


 

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ব্যাটিংয়ের ভবিষ্যৎ! এই ক্যাটেগরিতেই রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। প্রতি ম্যাচেই গিল প্রমাণ করে দিচ্ছেন যে, কেন তাঁর ওপর প্রত্যাশার পারদ গগনচুম্বী হয়ে যাচ্ছে। সেঞ্চুরি করাটাকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন বছর তেইশের পঞ্জাব পুত্তর। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) ভারত-নিউজিল্যান্ড চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল। ডু-অর-ডাই ম্যাচে, যে জিতত, সেই নাম লেখাত সিরিজ। এই ছিল ম্যাচের ভবিতব্য। সেই ম্যাচেই ফের জ্বলে উঠল গিলের ব্যাট। তাঁর শতরানে ভর করেই ভারত ১৬৮ রানে ম্যাচ জিতে সিরিজ ২-১ ছিনিয়ে নিল। 

এদিন গিল তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে প্রথম শতরানের স্বাদ পেলেন। মাত্র ৫৪ বলে শতরান করে ফেলেন তিনি। পঞ্চম ভারতীয় হিসাবে দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে তিন রানের অংকের দেখা পেলেন। এদিন গিল ২০০-র স্ট্রাইক রেটে ৬৩ বলে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেন। ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকালেন গিল। নিউজিল্যান্ডের বোলারদের ক্লাব স্তরে নামিয়ে আনলেন অবলীলায়। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস ছিল এর আগে বিরাট কোহলির। গতবছর তিনি এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে করেছিলেন ১২২ রান। সেটিই ছিল কোহলির জীবনের প্রথম আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি। কোহলিকে মাত দিয়ে সেই রেকর্ড নিজের নামে করে নিলেন গিল। দেখে নিন এদিন গিল আর কী কী রেকর্ড করলেন।

আরও পড়ুন:  Shubman Gill | IND vs NZ: গিলের রেকর্ড সেঞ্চুরিতে ঐতিহাসিক জয় ভারতের, লজ্জার হারেই সিরিজ খোয়াল নিউজিল্যান্ড!

ভারতের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বোচ্চ রান করেছেন যাঁরা:

১) ১২৬* (৬৩ বল), শুভমান গিল, (ভারত বনাম নিউজিল্যান্ড), আহমেদাবাদ ২০২৩
২) ১২২* (৬১ বল), বিরাট কোহলি (ভারত বনাম আফগানিস্তান), দুবাই ২০২২
৩) ১১৮ (৪৩ বল), রোহিত শর্মা ( ভারত বনাম শ্রীলঙ্কা), ইন্দোর ২০১৭
৪) ১১৭ (৫৫ বল), সূর্যকুমার যাদব (ভারত বনাম ইংল্যান্ড), নটিংহ্যাম ২০২২
৫) ১১২* (৫১ বল), সূর্যকুমার যাদব (ভারত বনাম শ্রীলঙ্কা), রাজকোট ২০২৩
৬) ১১১* (৬১ বল), রোহিত শর্মা (ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ), লখনউ ২০১৮
৭) ১১১*  (৫১ বল), সূর্যকুমার যাদব (ভারত বনাম নিউজিল্যান্ড), মাউন্ট মাউনাগানুই ২০২২
৮) ১১০*  (৫১ বল), কেএল রাহুল (ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ), লউডারহিল ২০১৬

যে ভারতীয় ক্রিকেটাররা দেশের হয়ে সব ফরম্যাটে সেঞ্চুরি করেছেন:

১) সুরেশ রায়না
২) রোহিত শর্মা
৩) কেএল রাহুল
৪) বিরাট কোহলি
৫) শুভমান গিল

ভারতের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সব চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন যাঁরা:

১) রোহিত শর্মা (৪টি)
২) সূর্যকুমার যাদব (৩টি)
৩) কেএল রাহুল (২টি)
৪) সুরেশ রায়না (১টি)
৫)  বিরাট কোহলি (১টি)
৬) দীপক হুডা (১টি)
৭) শুভমন গিল (১টি)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *