Alipurduar News : সরকারি জমি দখল করে অবৈধ দোকানপাট, অভিযানে আলিপুরদুয়ার পুরসভা – alipurduar municipality look out for government land taken over by vendors illegally


West Bengal News : সরকারি খাস জমি জবরদখল করে চলছে অবৈধ ব্যবসা। বুধবার আলিপুরদুয়ার থানার পুলিশকে সঙ্গে নিয়ে পুরসভা এলাকার বিভিন্ন জবরদখল করা এলাকা পরিদর্শন করলেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। বুধবার সকালে আলিপুরদুয়ার মহাকাল ধাম এলাকা থেকে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা এলাকায় জেলা শহরের রাজপথ যুক্তকারী বিভিন্ন রাস্তাগুলিতে জবরদখল হওয়া জায়গা গুলিতে পরিদর্শনে যান পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। দীর্ঘদিন ধরেই আলিপুরদুয়ার পুরসভার (Alipurduar Municipality) বিভিন্ন এলাকায় পূর্ত দফতরের জায়গা ও নালা দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠে আসছে। বেশ কয়েক বছর আগেও আলিপুরদুয়ার জেলা শহরের বিভিন্ন জবরদখল হওয়ার জায়গাগুলি দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছিল জেলা প্রশাসন। সেই সময় পূর্ত দফতরে জায়গা চিহ্নিত করা হলেও সেগুলো পুনরুদ্ধারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ছিল স্থানীয়দের। এমনকি জেলা শহরের বিভিন্ন জলাধারগুলিও জবরদখল হতে থাকে। এর ফলে আলিপুরদুয়ার জেলা শহরের জল নিকাশি ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়ে। সামান্য বৃষ্টিতেই বানভাসি হতে হয় পুর এলাকার একাধিক ওয়ার্ডের বাসিন্দাদের।

Howrah News : নতুন বছরের শুরুতেই মিলল সুখবর, শুরু হচ্ছে কুলিয়া সেতুর কাজ
মাঝে আলিপুরদুয়ার পুরসভার নতুন বোর্ড গঠন হওয়ার পর একটি বিশেষ তদন্তকারী দল তৈরি হয়। শহরের বিভিন্ন জলাধার দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও, এখনও তা কার্যকরী করা হয়নি বলে অভিযোগ। এরই মাঝে আলিপুরদুয়ার জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা গুলির উপর পূর্ত দফতরের জায়গা দখল করে অবৈধ নির্মাণের হার ক্রমাগত বাড়তে শুরু হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই তৎপর হয় জেলা প্রশাসন।আলিপুরদুয়ার পূর্ত দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেশবচন্দ্র বাড়ই জানান, আগামী দিনে জায়গাগুলি দখল মুক্ত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে আমরা সেই সমস্ত অবৈধ নির্মাণ গুলি ভেঙে গুঁড়িয়ে দেব। তবে এই বিষয়ে আলিপুরদুয়ার পুরসভার বিরোধী কাউন্সিলর শান্তনু দেবনাথ বলেন, আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে মানুষের আই ওয়াশ করার জন্য এসব করা হচ্ছে।

Balurghat Municipality: শহরে যত্রতত্র লাগানো রাজনৈতিক পোস্টার-হোর্ডিং, খুলতে তৎপর বালুরঘাট পুরসভা! ঘটনা ঘিরে বিতর্ক
আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান, আমরা প্রশাসনের তরফ থেকে সরকারি খাস জমিগুলি দখল মুক্ত করার বিষয়ে উদ্যোগ নিয়েছি। পুরসভা এবং পূর্ত দফতর যৌথভাবে সরকারি খাস জমি এবং বিভিন্ন জবরদখল হওয়া নালা ও জায়গা চিহ্নিত করে সেগুলি দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে। বিষয়টি নিয়ে কলেজ হল্ট ব্যবসায়ী সমিতির সম্পাদক শ্যামল নাথ বলেন, আমরা সবসময়ই এলাকার উন্নয়নের সমর্থন করি। পাশাপাশি এটাও আবেদন রাখব, দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের ক্ষতি না করে আলোচনার মাধ্যমে সহজ সরল ভাবে জবরদখলের বিরুদ্ধে প্রশাসন সিদ্ধান্ত নিক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *