দুর্গাপুরের ইস্পাত নগরীর বাসিন্দা দীপ্ত রায় পেশায় ইস্পাত কর্মী। তাঁর বোন ছন্দা পাঁজা পেশায় স্কুল শিক্ষিকা। ছোট থেকেই দু’জনে পশুপ্রেমী। বিভিন্ন সময় পশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন। এবার দুর্গাপুরের গান্ধী মোড় থেকে সচেতনতার বার্তা দিয়ে সাইকেল নিয়ে উড়িষ্যার ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। উড়িষ্যা যাওয়ার পথে বাঁকুড়া, মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে তাঁরা সচেতনতার বার্তা পৌঁছে দেবেন বলে জানা গিয়েছে। এমনকী তাঁদের যাত্রাপথে অসুস্থ পথ সারমেয়দের শুশ্রূষা করবেন বলেও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তাঁরা। মোট ৫২৭ কিলোমিটার সাইকেল চালিয়ে উড়িষ্যার ভুবনেশ্বরে পাড়ি দেবেন বলে তাঁরা কর্মসূচি তৈরি করেছেন। সেখানেও তারা জনসাধারণের মধ্যে বন্যপ্রাণী এবং পথ সারমেয়দের বাঁচানোর বার্তা দেবেন বলে জানালেন তাঁরা। এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ছন্দার কথায়, “পথ পশুরাও সমাজের অঙ্গ। তারা বাস্তুতন্ত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পশুদের উপকার না করুক, কেউ যাতে না মারেন সেই বার্তা দিতেই আমরা বের হয়েছি।” মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের যাত্রাপথে পথ পশুদের চিকিৎসা করা হবে বলেও জানান ছন্দা। সঙ্গে সঙ্গে করে তাঁরা প্রয়োজনীয় ওষুধ, পথ্য নিয়েও নিয়েছেন। দীপ্ত রায় বলেন, “এখনকার দিনে মানুষরা তো নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে। তার মধ্যে পথ পশুরা প্রচণ্ড অবহেলিত হচ্ছে। তারাও তো আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই তাদের সেবা করাটাও আমাদের কর্তব্য। সেই বার্তা দিতে আমরা বের হয়েছি।”