Durgapur News : রেলের উচ্ছেদ নোটিস দুর্গাপুরের কলোনিতে, পুনর্বাসন না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি – durgapur ghusik danga colony locals protest against railway eviction notice


West Bengal News : দুর্গাপুর পুরসভার (Durgapur Municipal Corporation) ২৯ নম্বর ওয়ার্ডের মধ্যে পরে সাগরভাঙা দেশবন্ধু কলোনি সংলগ্ন ঘুসিকডাঙা এলাকা। কম করে প্রায় হাজার খানেক পরিবার বসবাস করেন এই এলাকায়। কেউ দীর্ঘ তিরিশ বছর ধরে, কেউ কেউ আবার পঞ্চাশ বছর ধরে এইখানে বসবাস করছেন। কিন্তু আচমকা রেল (Indian Railway) উচ্ছেদের নোটিস ধরিয়ে দিয়ে বলে দিয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারীর মধ্যে এলাকা ফাঁকা করতে হবে। আগে জানুয়ারি মাসের ২৮ তারিখ উচ্ছেদ নোটিসের শেষ দিন ছিল। এবার ফেব্রুয়ারি মাসে তাঁদের কি হবে, তা নিয়ে রাতের ঘুম উড়েছে দেশবন্ধু কলোনি সংলগ্ন ঘুষিকডাঙা এলাকার মানুষজনের। পুনর্বাসন না পেলে কোনও ভাবেই তাঁরা জমি ছাড়বেন না, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সমস্ত এলাকাবাসী।

Durgapur News : রেললাইন থেকে উদ্ধার স্কুল পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ, রহস্য দুর্গাপুরে
রেলের ফ্রেড করিডরের জন্য ইতিমধ্যেই জমি অধিগ্রহণ শুরু করেছে ভারতীয় রেলওয়ে (Indian Railway)। এরই অঙ্গ হিসেবে রেলের উচ্ছেদ নোটিস পড়েছে এই এলাকায়। অবিলম্বে পুনর্বাসনের দাবিতে এখন সরব গোটা এলাকার মানুষজন। তাঁরা জমি ছাড়তে রাজি। কিন্তু রেলকে পুনর্বাসন দিতে হবে আগে, নচেৎ রেল উচ্ছেদ করতে এলে আত্মহত্যা করা ছাড়া বিকল্প কোনও রাস্তা আর খোলা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঘুসিকডাঙা এলাকার মানুষজন। এদিকে স্থানীয় ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর তথা দুর্গাপুর পুরসভার (Durgapur Municipal Corporation) চার নম্বর বোরোর প্রাক্তন চেয়ারম্যান সুনীল চট্টোপাধ্যায় জানান, “আগে পুনর্বাসন দিক রেল। কারণ এলাকায় যখন রাস্তা হচ্ছিল, জল দেওয়া হচ্ছিল, তখন মুখ বন্ধ করে কেন বসেছিল রেল?” এই প্রশ্ন তুলেছেন তিনি।

Durgapur Police : বেআইনি পার্কিং রুখতে তৎপর দুর্গাপুর পুলিশ, আচমকা অভিযান শহরজুড়ে
পুনর্বাসন না দিয়ে উচ্ছেদের চেষ্টা হলে ভয়ঙ্কর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা চার নম্বর বোরো চেয়ারম্যান সুনীল চট্টোপাধ্যায়। যদিও এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরাও। BJP নেতৃত্বের পালটা অভিযোগ, পুনর্বাসন তাঁরাও চান। কিন্তু জমি তো রাজ্যকে দিতে হবে, রাজ্যের শাসক দল এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বেশ কয়েক দিন আগে দুর্গাপুরের (Durgapur) মায়া বাজারের কাছে বিজয়নগর এলাকায় রেল উচ্ছেদের নোটিস দিয়ে উচ্ছেদ করতে এলে প্রবল প্রতিরোধের মুখে পড়ে রেল।

Bidhannagar Road Station : প্ল্যাটফর্ম ছাড়িয়ে থামল ট্রেন, লাফিয়ে রেল লাইনে যাত্রীরা
সেবার দুর্গাপুর পশ্চিমের BJP বিধায়ক লক্ষণ ঘোড়ুই ঘটনাস্থলে গিয়ে সাফ জানিয়ে দেন, আগে পুনর্বাসন দিতে হবে। সেই মর্মে তিনি রেলকে চিঠি দেবেন বলে জানিয়েও দেন। এরই মধ্যে দুর্গাপুরের অন্য এলাকায় রেলের উচ্ছেদ পর্বের নোটিস ঘিরে যেভাবে শহরের একাংশে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, তাতে রেলের ভূমিকা এখন কি হয় বা কোন পথে এগোয় রেল, সেটাই দেখার বিষয় বলে জানাচ্ছেন শহরের নাগরিকবৃন্দ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *