Fire Incident In Dhanbad : ধানবাদের বিয়েবাড়িতে বিধ্বংসী আগুন, শিশু সহ ঝলসে মৃত ১৪ – fire incident in dhanbad multi storage building 14 person lost life


এই সময়, আসানসোল: ১০ তলা ভবনের ৪ তলায় ছিল বিয়ের অনুষ্ঠান। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ সেই বিয়েবাড়িতে আগুন ধরে যায়। ভয়াবহ সেই আগুনে তিনটি শিশু সহ মৃত্যু হয়েছে ১৪ জনের। মৃতদের মধ্যে ১০ জনই মহিলা বলে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে ধানবাদের ব্যাঙ্ক মোড় থানা এলাকার জোড়া ফটকের কাছে আশীর্বাদ নামে একটি বহুতলে।

Dhanbad Hospital Fire : ধানবাদের হাসপাতাল আবাসনে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত সস্ত্রীক বাঙালি চিকিৎসক
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। রাত ১০টা নাগাদ অগ্নিকাণ্ডে জখম ১৮ জনকে ভর্তি করা হয়েছে ওই ভবন লাগোয়া পাটলিপুত্র নার্সিংহোমে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন ধানবাদের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ সঞ্জীব কুমার ও জেলাশাসক সন্দীপ সিং। চলে আসেন বিভিন্ন থানার পুলিশ অফিসাররা। দমকলের অনেকগুলি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয় বিধায়ক রাজ সিনহা ঘটনাস্থল থেকে আহতদের দেখতে যান হাসপাতালে।

Fire Accident : তপসিয়ার জুতোর কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯ ইঞ্জিন
তিনি বলেন, “অবস্থা অত্যন্ত ভয়াবহ। এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা রয়েছে। ভবনটির বিভিন্ন তলে আবাসিকরা আটকে রয়েছেন। তাঁদের সবাইকে এখনও উদ্ধার করা যায়নি।” জেলাশাসক জানিয়েছেন, রাত পর্যম্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। মৃত্যুর সঠিক সংখ্যাও জানাতে পারেননি তিনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আশীর্বাদ টাওয়ারের ৪ তলার এক আবাসিকের মেয়ের বিয়ে ছিল আজ। বিয়েবাড়িতে তুলনায় মহিলাদের সংখ্যা ছিল বেশি। বরকে তখন স্বাগত জানাতে ব্যস্ত ছিলেন তাঁরা। জানা গিয়েছে, প্রদীপ থেকে আগুন ধরে যায়। অন্য একটি সূত্রে দাবি করা হয়েছে, সিলিন্ডার ফেটে আগুন ধরেছে। তবে সরকারি ভাবে আগুন লাগার কারণ জানানো হয়নি। আহত ও মৃতদের নিয়ে যাওয়ার জন্য ভবনটির নীচে হাজির প্রায় ৫০টি অ্যাম্বুল্যান্স।

Jaipaiguri Accident: বিয়েবাড়িতে কান্নার রোল! বর-কনে সমেত কালিম্পংয়ের খাদে গাড়ি, মৃত ৩
উদ্ধারকারী দলের দু’জন আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ধানবাদ শহরের প্রাণকেন্দ্রে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে। মাত্র দিনকয়েক আগেই এই ব্যাঙ্ক মোড় থানা এলাকাতেই অগ্নিকাণ্ডে মারা গিয়েছেন বাঙালি চিকিৎসক দম্পতি সহ ৫ জন। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। তার মধ্যেই এমন অগ্নিকাণ্ডে হতবাক শহরের মানুষ। তবে এত বড় ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিক ছিল তা নিয়ে উঠেছে প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *