Kolkata To Jamshedpur Flight : কলকাতা জামশেদপুরে ফের বিমান চলাচল – flight start again kolkata to jamshedpur


এই সময়: দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে বিমান চলাচল শুরু হলো কলকাতা ও জামশেদপুরের মধ্যে (Kolkata To Jamshedpur Flight)। আপাতত একক ইঞ্জিন ও স্বল্প আসন বিশিষ্ট বিমান চালানো শুরু করল ইন্ডিয়াওয়ান এয়ার (IndiaOne Air) নামে একটি বেসরকারি সংস্থা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মঙ্গলবার এই উড়ান পরিষেবার সূচনা করেন। কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) এই সংস্থার টিকিট বুকিং ও যাত্রী পরিষেবার কাউন্টারের উদ্বোধন করেন এয়ারপোর্টের ডিরেক্টর সি পট্টাভি।

Go First Flight : যাত্রী ফেলে উড়ে যাওয়ার শাস্তি! গো ফার্স্টকে ১০ লাখ টাকা জরিমানা
এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ ভুবনেশ্বর থেকে ৯ জন যাত্রী নিয়ে জামশেদপুরের সোনারি বিমানবন্দরে পৌঁছয় ইন্ডিয়াওয়ান এয়ারের বিমান। সেখান থেকে সকাল সওয়া ১০টা নাগাদ রওনা হয়ে সেটি কলকাতায় নামে বেলা ১১টা ২০ মিনিটে। ঘণ্টা খানেক পর বিমানটি ফের কলকাতা থেকে জামশেদপুরের উদ্দেশে রওনা হয়। আজ, ১ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে সাত দিনই বিমানটি জামশেদপুর থেকে সকাল সওয়া ৮টায় ছেড়ে ৯টা ২০ মিনিটে কলকাতায় পৌঁছবে, আবার সকাল ১০টা ১০ মিনিটে সেটি উড়ে যাবে জামশেদপুরের উদ্দেশে।

Lucknow Kolkata Flight : মাঝ আকাশে পাখির ধাক্কা, কলকাতামুখী বিমানের এমারজেন্সি ল্যান্ডিং
২০০৭ সালে এয়ার ডেকান উড়ান পরিষেবা শুরু করেছিল জামশেদপুর ও কলকাতার মধ্যে। তার পর কিংফিশার-সহ একাধিক বেসরকারি বিমান সংস্থা এই রুটে পরিষেবা চালু করলেও লাভের মুখ দেখতে না-পাওয়ায় অল্প কিছু দিনের মধ্যেই তারা ব্যবসা গুটিয়ে নেয়।

Indian Railways: এতদিন জানতেন না অনেকেই, কলকাতা থেকেই শব্দভেদী ট্রেন চালায় ভারতীয় রেল!
এ দিন কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) ডিরেক্টর সি পট্টাভি বলেন, “কলকাতা ও জামশেদপুরের মধ্যে বিমান চলাচলের ফলে কেন্দ্রীয় সরকারের রিজিওনাল এয়ার কানেক্টিভিটির স্বপ্নের অনেকটাই বাস্তবায়ন হবে। সিটি অফ জয়ের সঙ্গে সিটি অফ স্টিলের যোগাযোগও সহজতর হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *