এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ ভুবনেশ্বর থেকে ৯ জন যাত্রী নিয়ে জামশেদপুরের সোনারি বিমানবন্দরে পৌঁছয় ইন্ডিয়াওয়ান এয়ারের বিমান। সেখান থেকে সকাল সওয়া ১০টা নাগাদ রওনা হয়ে সেটি কলকাতায় নামে বেলা ১১টা ২০ মিনিটে। ঘণ্টা খানেক পর বিমানটি ফের কলকাতা থেকে জামশেদপুরের উদ্দেশে রওনা হয়। আজ, ১ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে সাত দিনই বিমানটি জামশেদপুর থেকে সকাল সওয়া ৮টায় ছেড়ে ৯টা ২০ মিনিটে কলকাতায় পৌঁছবে, আবার সকাল ১০টা ১০ মিনিটে সেটি উড়ে যাবে জামশেদপুরের উদ্দেশে।
২০০৭ সালে এয়ার ডেকান উড়ান পরিষেবা শুরু করেছিল জামশেদপুর ও কলকাতার মধ্যে। তার পর কিংফিশার-সহ একাধিক বেসরকারি বিমান সংস্থা এই রুটে পরিষেবা চালু করলেও লাভের মুখ দেখতে না-পাওয়ায় অল্প কিছু দিনের মধ্যেই তারা ব্যবসা গুটিয়ে নেয়।
এ দিন কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) ডিরেক্টর সি পট্টাভি বলেন, “কলকাতা ও জামশেদপুরের মধ্যে বিমান চলাচলের ফলে কেন্দ্রীয় সরকারের রিজিওনাল এয়ার কানেক্টিভিটির স্বপ্নের অনেকটাই বাস্তবায়ন হবে। সিটি অফ জয়ের সঙ্গে সিটি অফ স্টিলের যোগাযোগও সহজতর হবে।”