Kunal Ghosh on Budget : ‘ছদ্মবেশী রাবণের বাজেট…’, কেন্দ্রীয় বাজেটকে তুলোধনা কুণালের – tmc leader kunal ghosh mocked union budget 2023 with the example of ramayana


East Medinipur News : অত্যন্ত সুচতুর ভাবে রাবণ ও রামায়নকে টেনে এনে কেন্দ্রীয় সরকারের (Central Government) ২০২৩ সালের বাজেটকে (Union Budget 2023) কড়া ভাষায় বিঁধলেন তৃণমূলের কংগ্রেসের (Trinamool Congress) সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে (Twitter) এদিন তিনি এই বিষয়ে কটাক্ষ করে পোস্ট করেন। লেখেন, “ছদ্মবেশী রাবণের বাজেট। সাধুবেশে মা সীতাকে বিভ্রান্ত করে অপহরণ, পরে স্বমূর্তি। যেটুকু নামেই ছাড়, তার পাঁচগুণ সেই ব্যক্তি বা পরিবারের কাছ থেকে ঘুরপথে নিচ্ছে কেন্দ্র। টাকা দেয় না, তাই দায়িত্বজ্ঞানহীন প্রতিশ্রুতি। কোথাও বাংলার স্কিম নকলের ব্যর্থ চেষ্টা”। এছাড়াও এদিন তিনি দলীয় কর্মসূচিতে কাঁথি সফরে ছিলেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023) সম্পর্কে বলতে গিয়ে ‘রাম’ শিবিরকে রাবণ ও রামায়নের সঙ্গে জুড়ে দেন কুণাল (Kunal Ghosh)।

তিনি বলেন, “এই বাজেট হল রাবণের বাজেট। ঠিক যেমন ভাবে রাবণ ভিক্ষুক সেজে মা সীতার কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন, আর মা সীতা সরল মনে বাইরে বেরিয়ে আসতেই রাবন তাঁর স্বমূর্তি ধারন করেছিলেন। এই বাজেট ঠিক তেমনই। জনগনের কাছে সহানুভূতি টানার জন্য বাজেটে এক মূর্তি দেখানো হয়েছে। আর সাধারন জনগন লক্ষণরেখা পার করলেই কেন্দ্রীয় সরকার তার আসল মূর্তি ধারন করবে”। সেই সঙ্গে তিনি এই বাজেটকে ‘রাবণের বাজেট’, ‘ছদ্মবেশী বাজেট’, ‘জনবিরোধী বাজেট’, ‘গরীব বিরোধী বাজেট’ বলেও পরপর কটাক্ষ করেন। তিনি আরও বলেন, “এটা যে টাকা দেবে না, বা যে টাকা দিতে হবে না, সেটা দেব বলার বাজেট। এই বাজেট হল ছাড়ের নামে করে মানুষকে বোকা বানিয়ে, পিছনের দরজা দিয়ে আরও চারগুণ টাকা বের করে নিয়ে চলে যাওয়ার বাজেট”।

Suvendu Adhikari On Budget : মধ্যবিত্তের জন্য আয়কর ছাড়, বাজেটের প্রশংসার পঞ্চমুখ শুভেন্দু
কেন্দ্রীয় সরকারের এই বাজেটকে ‘সস্তায় হাততালি পাওয়ার চেষ্টা’ বলেও বেঁধেন রাজ্য তৃণমূলের কংগ্রেসের সাধারণ সম্পাদক। তিনি বলেন, “আসলে কোনও ছাড় (Income Tax Rebate) দেওয়া হয়নি। কর কাঠামোয় একটা চমক আছে। নতুন কর কাঠামোর কথা বলা হয়েছে। একদিকে বলছে ছাড়। অন্যদিকে মুদ্রাস্ফীতি কমানোর কথা বলা নেই। এই করের ছাড়ের (Income Tax Rebate) ফলে মানুষের লাভ নেই। হঠাৎ আলোর ঝলকানি। আসল ফল মানুষ পাবেন না”। আয়করের এই নতুন কাঠামো থেকে মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত মানুষের কোনও সুবিধে হবে না বলেও তিনি মন্তব্য করেন। এই বিষয়ে কুণালের মত, “মুদ্রাস্ফীতি ও আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা নিয়ন্ত্রন করার কোনও রাস্তাই এই বাজেটের মধ্যে দেখা যায়নি”। কৃষক বা শ্রমিক শ্রেণীর কথা ভেবে কিছু করা হয়নি, এই বাজেটে এই কথা বলে কুণাল কেন্দ্রীয় সরকার সমাজকে আসলে বিভাজিত করতে চাইছে বলেও মন্তব্য করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *