Leopard Fight : সঙ্গিনী দখলের যুদ্ধে প্রাণ গেল চিতাবাঘের – a leopard body found in karshiang forest


এই সময়, শিলিগুড়ি: সঙ্গিনী দখলের লড়াইয়ে উঁচু পাহাড় থেকে খাদে পড়ে গিয়ে মৃত্যু হলো একটি পুরুষ চিতাবাঘের (Leopard)। ঘটনাটি ঘটেছে কার্শিয়াং বন বিভাগের ডাউ হিল লাগোয়া নয়া বস্তি এলাকায়। দু’দিন আগে লড়াইয়ের সময়ে খাদে পড়ে গেলেও মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা গ্রাম লাগোয়া জঙ্গলে চিতাবাঘের (Leopard) মৃতদেহটি দেখতে পান। তাঁরা বন দপ্তরকে জানালে বনকর্মীরা দেহটি তুলে নিয়ে আসেন। চিতাবাঘটির মুখ ও মাথা থেঁতলে গিয়েছে।

Leopard: লুকোচুরির খেলা শেষ! খাবারের লোভেই খাঁচাবন্দি শিলিগুড়ি জংশনের সেই চিতাবাঘ
পূর্ণবয়স্ক এই পুরুষ চিতাবাঘটির (Leopard) বয়স সাত থেকে আট বছর। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন কার্শিয়াংয়ের DFO হরিকৃষ্ণ পি জে। তিনি বলেন, “আপাত ভাবে মনে হচ্ছে, নিজেদের মধ্যে লড়াইয়ের সময়ে উঁচু পাহাড় থেকে খাদে পড়ে যায় পুরুষ চিতাবাঘটি (Leopard)। অন্তত দু’দিন আগে লড়াইয়ের ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে। ময়না তদন্ত হলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।”

Elephant Attack : ঘাস কাটতে গিয়ে বুনো হাতির হানায় গুরুতর জখম বৃদ্ধা, আতঙ্ক ডুয়ার্সে
শিলিগুড়ির তরাই এলাকার মতো ডাউ হিলেও বৃদ্ধি পাচ্ছে চিতাবাঘের (Leopard) সংখ্যা। একটা সময়ে গোটা পাহাড়ে অবাধে জঙ্গল কাটা হলেও এখন পরিস্থিতি বিপরীত। স্থানীয় বাসিন্দারাই এখন গাছ কাটা রোধে এগিয়ে আসছেন। কমিটি তৈরি করে জঙ্গল পাহারার পাশাপাশি বুনো জন্তুর উপরে যাতে হামলা না-হয় সেদিকেও লক্ষ রাখছেন। বাসিন্দাদের এই উদ্যোগের অন্যতম ফসল ডাউ হিলের জঙ্গল। ফলে জঙ্গলের সঙ্গে পাল্লা দিয়ে এই এলাকায় বাড়ছে চিতাবাঘ, বুনো মুরগি, বুনো শূয়োরের মতো জন্তু। রাতে তো বটেই, দিনের বেলাতেও লোকজন নির্জন এলাকায় চিতাবাঘকে (Leopard) রাস্তা পার হতে দেখেন। ভোরে ও বিকেলে বুনো মুরগি জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে।

Elephant Attack : বাঁকুড়ায় দাঁতালের তাণ্ডব, উন্মত্ত হাতির দলের আক্রমণে মৃত ১
নয়া বস্তির বাসিন্দা জোসেফ রাই বলেন, “কয়েকদিন আগে আমরা রাতে চিতাবাঘের (Leopard) গর্জন শুনি। এখন প্রায়ই শুনতে পাই। তাই মাথা ঘামাইনি। আজ সকালে গ্রামের একজন জঙ্গলের রাস্তা ধরে ফেরার সময়ে একটা চিতাবাঘকে (Leopard) মরে পড়ে থাকতে দেখে। তার পরেই বন দপ্তরকে খবর দেওয়া হয়।” নয়া বস্তি ফরেস্ট ভিলেজ কমিটির ওই বাসিন্দারও অনুমান, নিজেদের মধ্যে লড়াইয়ের জেরেই চিতাবাঘটি (Leopard) মারা গিয়েছে। কয়েকদিন আগে শিলিগুড়ি শহরেও ঢুকে পড়ে একটি চিতাবাঘ (Leopard)। খাঁচা পেতে শনিবার সকালে চিতাবাঘটিকে ধরা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *