Mamata Banerjee In Birbhum : ‘চকাইপুরে আমার বাবার বাড়ি, প্রতিটা পুকুরের নাম জানি’, বীরভূমে আবেগতাড়িত মমতা – mamata banerjee says his father hometown is in birbhum


কেষ্টহীন বীরভূমে কি আগল হচ্ছে তৃণমূলের রাশ? গত কয়েক মাসে এই প্রশ্নেই রীতিমতো উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। কিন্তু, বীরভূমের মাটিতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঠারেঠোরে বুঝিয়ে দিলেন এক ইঞ্জি জমিও ছাড়বেন না তিনি। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বোলপুরের রাশ দলনেত্রী রাখবেন নিজের হাতেই। একইসঙ্গে বীরভূমের মাটির সঙ্গে তাঁর নাড়ির টান, এদিন বীরভূমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, “বীরভূমের চকাইপুরে আমার বাবার বাড়ি। আমি আজ পর্যন্ত সেখানে যাইনি। একবার যাব ঠিক করেছি। বীরভূম জেলায় আমার গ্রামের প্রতিটা পুকুরের নাম জানি। কোনটা কোন পাড়া জানি। আপনাদের মতো মুড়ি খাই, পোস্ত খাই, মাছের টক খাই। পুরাতনকে ভোলা যায় না। নতুনকে সংযোজিত করতে হয়।” এদিকে বীরভূমে অনুপস্থিত অনুব্রত মণ্ডল। গোরু পাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার হয়েছেন এই দাপুটে নেতা। তাঁর গ্রেফতারির পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, বীরভূমের দায়িত্ব তবে কার হাতে থাকবে? এদিনের সভা থেকে উল্লেখযোগ্য মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee : ‘যতদিন অ্যাবসেন্ট থাকবে, আমি নিজে দেখব…’, কেষ্টহীন বীরভূম নিয়ে ঘোষণা মমতার
তিনি বলেন, “বীরভূমের মানুষ ভয় পাবেন না। ছয় মাস পর পর আমি বীরভূমে আসব। মা যখন ডাকে আমি আসি।” অর্থাৎ অনুব্রত মণ্ডলের অবর্তমানে তিনি নিজেই বীরভূমের দায়িত্ব নিয়েছেন। দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, এদিন এই মন্তব্যে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, “আমাদের দুই একজন নেতাকে ওরা জেল বন্দি করে দিয়েছে। যতদিন তারা অনুপস্থিত থাকবে বীরভূম আমি নিজে দেখভাল করব। এই বিষয়ে ফিরহাদ আমাকে সাহায্য করবে। প্রতিটি জেলায় কোর গ্রুপ তৈরি করা হয়েছে। আপাতত তারা কাজ শুরু করবে।”

Mamata Banerjee: বাজেটে কোনও আশার আলো নেই, অমাবস্যার অন্ধকার: মমতা
বীরভূম বরাবর তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি। তার অন্যতম বড় কারণ অনুব্রত মণ্ডল। কখনও ‘চড়াম চড়াম’, কখনও ‘গুড় বাতাসা’, তাঁর মন্তব্যে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। যদিও অধিকাংশ সময় নিজের মন্তব্য থেকে এক ইঞ্চি সরেননি তিনি। ভোটের আগে তাঁর ‘নকুলদানা’ মন্তব্য নিয়ে বিস্তর হইচই তৈরি হয়েছিল। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর কেন্দ্রকে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক স্বার্থেই এই গ্রেফতারি বলে দাবি করেছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *