জেলা প্রশাসন সূত্রে খবর, আগামীকাল ফের এই কেন্দ্রীয় দল ফের জেলার বিভিন্ন বিদ্যালয়ে পরির্দশনে আসবেন। বর্তমানে আজকের পরির্দশনের পর শিলিগুড়ির পর্যটন দফতরের একটি টুরিস্ট লজে ফিরে যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। জেলা প্রশাসন সূত্রে খবর, মোট ১৬ দফায় একাধিক বিষয় নিয়ে তদন্ত করছে এই কেন্দ্রীয় দল। তবে শুধু কেন্দ্রীয় দল এককভাবে নয়, রাজ্যর সঙ্গে যৌথ ভাবে পরিদর্শন করবে এই কেন্দ্রীয় দল রাজ্যের মিড-ডে মিল নিয়ে। প্রথমত মিড ডে মিলের জন্য যে অর্থ বরাদ্দ হচ্ছে রাজ্য থেকে স্কুলগুলোতে, তা কতটা কার্যকরী হচ্ছে তা দেখবে পরিদর্শনকারী দল। কতটা এলাকা জুড়ে এই প্রকল্প কার্যকরী হচ্ছে তাও খতিয়ে দেখবে পরিদর্শনকারী দল।
গোটা প্রকল্পটি পরিচালনা করার জন্য রাজ্য স্তরে জেলা এবং ব্লক স্তরে কী ধরনের পরিকাঠামো আছে তা খতিয়ে দেখার কথা তাঁদের। কী ভাবে খাদ্যদ্রব্য রাজ্য থেকে স্কুলগুলিতে পৌঁছয় তার পদ্ধতি কী, সেটাও দেখছেন এই পরিদর্শনকারী দল। কেন্দ্রীয় প্রতিনিধিরা এদিন বন্ধুনগরে দেবেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখেন। মিড ডে মিল সংক্রান্ত সমস্ত বিষয় যাচাই করে রিপোর্ট নিতে দেখা যায় কেন্দ্রীয় দলের সদস্যের। অনেক ক্ষেত্রেই স্কুলে আগে থেকে বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করে রাখা হচ্ছে, কেন্দ্রীয় দল আসার খবর পেয়ে। নিয়মিত উপযুক্ত পুষ্টিযুক্ত খাবার দেওয়া হচ্ছে কিনা সেটা যাচাই করতেই এদিন শিশুদের স্বাস্থ্যের পরীক্ষা নেওয়া হয় বলেই জানা গিয়েছে।