Midday Meal Scheme : মিড-ডে মিলে ‘আরশোলা’, নড়েচড়ে বসল জেলা প্রশাসন! একাধিক স্কুলে পরিদর্শন – paschim medinipur district administration members visits icds centres after cockroach incident


West Bengal News : কখনও সাপ, কখনও বা মরা টিকটিকি। বিগত ২-৩ মাস ধরে রাজ্যে মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে বিতর্ক উঠেছে তুঙ্গে। বিভিন্ন জেলা থেকে অভিযোগ উঠেছে এই ধরনের গা গুলিয়ে ওঠা খবরের। আর গতকাল মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার চন্দ্রকোণায় (Chandrakona) খিচুড়ির সঙ্গেই ‘সেদ্ধ’ হয়ে যায় আরশোলা (Cockroach)। আর সেটাই দিয়ে দেওয়া হয় ICDS কেন্দ্রের বাচ্চাদের খাবারে, যাকে ঘিরে শুরু হয় শোরগোল। এবার সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশ হওয়ার পরেই নড়েচড়ে বসল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা প্রশাসন।

Mid Day Meal : মিড ডে মিলের খিচুড়িতে আরশোলা! কেন্দ্রীয় দলের রাজ্যে সফরের মধ্যেই অব্যবস্থার ছবি প্রকট
এদিন জেলা প্রশাসনের নির্দেশে সকাল থেকে ICDS কেন্দ্রগুলি পরিদর্শন করছেন ব্লকের BDO থেকে শুরু করে মহকুমা শাসক পর্যন্ত। বুধবার এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল (Ghatal) মহকুমার সমস্ত স্কুলে। আজ সকাল থেকেই ঘাটাল (Ghatal) মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ বিভিন্ন ব্লকের BDO-রা ঘুরছেন সমস্ত ICDS কেন্দ্রগুলিতে।

Paschim Medinipur : কখনও ছাত্র, কখনও শিক্ষক! পশ্চিম মেদিনীপুরের ক্লাসে অন্য ভূমিকায় ২ আমলা
এই বিষয়ে কথা বলতে গিয়ে মহকুমা শাসক বলেন, “আমাদের ঘাটাল মহকুমার চন্দ্রকোণা এলাকাতে গতকাল মিড ডে মিলের (Mid Day Meal) খিচুড়ির মধ্যে একটি আরশোলা পাওয়ার ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা একেবারেই অবাঞ্ছিত। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সেই দিকে প্রশাসনের কড়া নজর থাকবে। আর সেই জন্যই আজকের এই বিশেষ পরিদর্শন।” বিভিন্ন স্কুল ও ICDS কেন্দ্রগুলিতে প্রশাসনের দল পরিদর্শনে গিয়ে কথা বলছেন কেন্দ্রের কর্মী থেকে শুরু করে রাঁধুনি ও পড়ুয়াদের সঙ্গেও। রান্না করার আগে খতিয়ে দেখা হচ্ছে কাঁচামালের গুণমানও। পরিদর্শন করতে আসা দলের অভিমত, পশ্চিম মেদিনীপুর জেলাতে কখনও মিড ডে মিল নিয়ে সেইরকম অর্থে কোনও বড় বিতর্ক দেখা দেয়নি। গতকাল আরশোলা পাওয়ার বিষয়টি কিছুটা কর্তৃপক্ষের গাফিলতির ফল।

Midday Meal Scheme : পড়ুয়াদের পুষ্টিতে নজর, ভাত-ডাল-সবজি খুদেদের পাশে বসে খেলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা
প্রসঙ্গত উল্লেখ্য, চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়িয়া এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে মিড ডে মিলের (Mid Day Meal) খিচুড়িতে মরা আরশোলা পাওয়া যায়। যাকে ঘিরে তুঙ্গে ওঠে বিতর্ক। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। এলাকার এক বাসিন্দা জানান, মঙ্গলবার তাঁর ছেলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে মিড ডে মিলের (Mid Day Meal) খিচুড়ি নিয়ে যায়। বাড়িতে গিয়ে কৌটো খুলতেই দেখা যায় তার মধ্যে পড়ে রয়েছে আস্ত একটি আরশোলা। তিনি সঙ্গে সঙ্গে খিচুড়ির কৌটো নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান। এরপর কেন্দ্রের সহায়িকা ও রাঁধুনি শিশুদের বাড়ি বাড়ি গিয়ে মিড ডে মিলের খিচুড়ি খেতে নিষেধ করে দেন। যার জেরেই আজ প্রশাসনের এমন নড়েচড়ে বসা, মনে করছেন জেলার ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *