গুলি চালনার ঘটনায় আহত হয়েছেন দুইজন মহিলা সহ মোট তিনজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলেরই দুটি গোষ্ঠীর সংঘর্ষে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত ছিল এই এলাকা। তারপর সন্ধ্যায় আহত ব্যক্তির জমিতে জল দিতে যাওয়ার পথেই দুই পক্ষের মধ্য বাধে তুমুল সংঘর্ষ। অপরদিকে, ঘটনার খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। প্রথমে আহত ব্যক্তিদের খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সকলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় আহত শফিকুল সেখ, মারজাহান বিবি ও নুরজাহান বিবি প্রত্যেকের বাড়ি রতনপুর গ্রামে। অভিযুক্তরা ঘটনার পর সকলেই পলাতক। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ধানের জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে মঙ্গলবার সকাল থেকেই সংঘর্ষ শুরু হয়েছিল। রাতে ফের দু’পক্ষের মধ্যে প্রথমে লাঠালাঠি হয় পরে গোলাগুলি হয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, মঙ্গলবার মুর্শিদাবাদের ফরাক্কায় দুই দলের গোষ্ঠী সংঘর্ষে একজনের প্রাণ যায়। মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কার (Farakka) কেন্দুয়া এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। চলে বোমা, গুলি। পুলিশ সূত্রে খবর, বোমার আঘাতে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম নাজির হোসেন(৩৬)। তার বাড়ি কেন্দুয়া এলাকায়। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণেই এই অশান্তি বলে খবর পাওয়া যায়। ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।