NREGA : কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে বাধা দেওয়ার অভিযোগ, গ্রামবাসীদের ক্ষোভ মালদায় – nrega scheme villagers agitation against panchayat pradhan to stop them to meet with central vigilance team


Malda News : ১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে চাইল গ্রামবাসীরা। অভিযোগ, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে। বাধা দিচ্ছেন স্বয়ং গ্রাম পঞ্চায়েত প্রধান। ঘটনা মালদা (Malda) জেলার ধরমপুর গ্রাম পঞ্চায়েতে (Dharampur gram Panchayat)। তবে অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান রবিউল ইসলাম। স্থানীয় কংগ্রেস, বিজেপি কর্মীরা গণ্ডগোল করার চেষ্টা করছে বলে দাবি তাঁর। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় ১০০ দিনের কাজে (NREGA) ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই বিষয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে গেলে ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাঁদেরকে পঞ্চায়েত অফিসে ঢুকতে দেয়নি বলে অভিযোগ। যদিও ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিউল ইসলাম জানান, গ্রামবাসীদের ওঠা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। এলাকায় সমস্ত কাজ করা হয়েছে। আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজও সঠিকভাবে করা হয়েছে।

Pradhan Mantri Awas Yojana : আবাসের তদন্তে শান্তিপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল, পঞ্চায়েত প্রধানকে ‘জিজ্ঞাসাবাদ’!
উপভোক্তারা টাকা পেয়েছে। তাঁর দাবি, কিছু কংগ্রেস ও বিজেপি কর্মীরা বুধবার এসে পঞ্চায়েত অফিসের সামনে গণ্ডগোল করার চেষ্টা করছিল। কিন্তু পুলিশ প্রশাসন সেটা হতে দেয়নি। স্থানীয় এক গ্রামবাসী আব্দুল মালেক বলেন, ” আমরা কেন্দ্রীয় দলের লোকদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। আমাদের ঢুকতে দেওয়া হয়নি। ওঁরা বলছে আমাদের কাগজপত্র সব নাকি ভুয়ো। প্রধান আমাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমি চাইছি, আমাদের অভিযোগের সঠিক তদন্ত হোক।” অন্যদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মণ্ডল বলেন, ” ওই গ্রাম পঞ্চায়েতে মানুষের বিস্তর অভিযোগ রয়েছে। ১০০ দিনের কাজ নিয়ে প্রচুর দুর্নীতি হয়েছে, যার তার নামে অ্যাকাউন্টে টাকা তোলা হয়েছে। টাকা আত্মসাৎ করা হয়েছে। এক কথায়, গোটা বাংলা জুড়েই ১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতি হয়েছে। সে কারণে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে।” গ্রামবাসীদের বিক্ষোভকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিসের সামনে চাঞ্চল্য তৈরি হয়।

Central Vigilance Team : ‘আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে…’ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের আটকে রেখে বিক্ষোভ বিজেপির
১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগে তদন্তে বুধবার মালদায় আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দুই সদস্য। জানা যায়, বুধবার দুপুরে মানিকচক ব্লকের সোনাপুর, কচুরি মোড়, নিউ কদমতলা, ধরমপুর জিশারটোতোলা এলাকায় যান। কথা বলেন এলাকার গ্রামবাসীদের সঙ্গে। ১০০ দিনের প্রকল্পের কাজ গুলি এলাকায় পরিদর্শন করেন তাঁরা। সমস্ত প্রকপ্লের কাজ কেমন হচ্ছে সেইসব বিষয়ে খতিয়ে দেখা হয়। পাশাপাশি আবাস যোজনা ঘর প্রাপকদের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *