Siliguri News: শিলিগুড়ি পুরসভায় তৃণমূলের এক বছর, বই প্রকাশ করে সাফল্য-ব্যর্থতা তুলে ধরবেন মেয়র – trinamool congress one year in siliguri municipal board mayor goutam deb will share success and failure of corporation


West Bengal Local News: ভোটে জিতে শিলিগুড়ি পুরনিগম জয়ের বর্ষপূর্তিতে পদক্ষেপ শহরের মেয়রের। গত বছরই ফেব্রুয়ারি মাসে শিলিগুড়ি পুরনিগমে জয় পায় তৃণমূল। এক বছরে কী কী প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হয়েছে, কোন কোন সমস্যার সমাধান করেছেন, আর কী করতে পারেননি তা এবার বই প্রকাশ করে জানাতে চলেছেন মেয়র৷ বইয়ের পাশাপাশি সোশাল মিডিয়ার মাধ্যমেও জানানো হবে বাসিন্দাদের। যাতে তারা জানতে পারেন প্রশাসন কী কাজ করছে।

শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipal Corporation) মেয়র হওয়ার পর কলকাতা পুরসভার ধাঁচে গৌতম দেব (Gautam Deb) শুরু করেন ‘টক টু মেয়র’ (Talk To Mayor) অনুষ্ঠান৷ এই কর্মসূচির মাধ্যমে প্রতি শনিবার ফোনে শহরবাসীর নানা অভিযোগের কথা সরাসরি শোনেন তিনি৷ এক বছরে এখনও অবধি প্রায় ৩০ দিন টক টু মেয়র কর্মসূচি হয়েছে৷ যেখানে শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা জানিয়েছেন তাদের নিজেদের সমস্যা। কোথাও পানীয় জল পরিষেবার সমস্যা তো কোথাও ড্রেন, জঞ্জাল পরিষ্কার না হওয়া, বেহাল রাস্তা, অবৈধ নির্মাণ, রাস্তা দখল সহ একাধিক অভিযোগ নিয়ে সাধারণ মানুষ মেয়রের দ্বারস্থ হন৷

Cooch Behar News: ‘রাস্তা না হলে পঞ্চায়েত ভোট বয়কট’, মন্ত্রী উদয়ন গুহকে সাফ কথা বাসিন্দাদের

পুরসভা সূত্রে খবর, বেশিরভাগ সমস্যার সমাধান হলেও কিছু সমস্যা এখনও অমীমাংসিত রয়েছে। উন্নয়নের সঙ্গে সঙ্গে যেসব সমস্যার সমাধান করা যায়নি তাও জানাবে পুরসভা। ফেব্রুয়ারি মাসেই পুরনিগমের তরফে বইপ্রকাশ করা হবে৷ এছাড়াও পুরনিগমের ওয়েবসাইট থেকে শুরু করে ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে কোন কোন সমস্যার সমাধান হয়েছে৷ কোনও সমস্যা কী কারণে সমাধান করা সম্ভব হয়ে ওঠেনি তাও স্পষ্ট জানানো হবে বলে জানিয়েছেন মেয়র৷ অতএব জনসাধারণের সমস্যা সমাধানে বিলম্বের অজুহাত নয় স্পষ্ট কারণ জানাবে পুরসভা।

মেয়র গৌতম দেব বলেন, বিশেষত টক টু মেয়রে যে সমস্ত অভিযোগ এসেছে ও সেগুলির সমাধান থেকে শুরু করে কোনগুলি সমাধান করা যায়নি তা জানানো হবে৷ পাশাপাশি তিনি বলেন, শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা বহুদিনের৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে সেই সমস্যার সমাধান করা হয়েছে৷

Firhad Hakim : ‘উনি বাঙালি বিরোধী…’, রাজ্যপালের ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে শুভেন্দুকে আক্রমণ ফিরহাদের

মেয়র জানিয়েছেন, জল প্রকল্পের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে৷ এছাড়াও শহরের নিকাশি ব্যবস্থা বেহাল রয়েছে ৷ সেই নিকাশি ব্যবস্থাকে ঠিক করা হচ্ছে৷ যদিও তৃণমূল শাসিত বোর্ডের বিরুদ্ধে সিপিএম ও বিজেপি একাধিক ইস্যুতে সরব হয়েছে৷ এর আগেও সিপিএমের পাশাপাশি বিজেপির তরফেও পুরবোর্ডের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে আন্দোলন, পুরনিগম অভিযান হয়েছে৷ আগামীতেও ফের বিরোধীদের তরফে তৃণমূল পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে আন্দোলনে নামা বলে হবে জানিয়েছে বিরোধী নেতৃত্ব৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *