জানা গিয়েছে, এই মনোহরপুর বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে ১৭৩ জন ছাত্র, শিক্ষক-শিক্ষিকা মিলিয়ে মোট ৬ জন রয়েছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ডিএর দাবিতে স্কুলে টিফিনের পর শিক্ষকেরা কর্মবিরতি পালন করেন দুই ঘন্টার জন্য। আর সেই কর্ম বিরতি কেন তাই জানতে কৈফিয়ৎ চাইতে আসেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান বলে শিক্ষক দের অভিযোগ। অভিযোগ, বুধবার কর্ম বিরতি শেষে শিক্ষকরা যখন চারটে নাগাদ বাড়ি আসবেন বলে স্কুল থেকে বের হতে যান তখন দেখেন স্কুলের প্রাচীরের গেটে তালা লাগানো বাইরে থেকে। এর ফলে স্কুল থেকে বের হতে পারেনি শিক্ষকরা। সন্ধ্যে পর্যন্ত তালা বন্ধ অবস্থায় স্কুলের ভিতরই থাকেন তাঁরা। ঘটনায় তুমুল শোরগোল পড়ে যায় এলাকায়। কিন্তু কে লাগাল স্কুলে শিক্ষকদের তালা এই নিয়ে শুরু হয় জোর জল্পনা।
গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। তবে কে বা কারা স্কুলের গেটে তালা ঝুলিয়ে যায়, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে চাননি স্থানীয় বাসিন্দারা। শিক্ষকরা বন্দি অবস্থায় স্থানীয় থানায় খবর দেয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের তৎপরতায় তালা ভেঙে শিক্ষকদের বের করে আনা হয়। তবে শিক্ষকরা জানান, স্কুলে কর্মবিরতি চালানোর জন্য তাঁদের কাছে আগেও হুমকি আসে। কর্মবিরতি বন্ধ রাখার জন্য তাঁদেরকে জানানো হয়। তবে শিক্ষকরা কর্মবিরতি চালিয়ে যেতে থাকে। যদিও এই বিষয়ে প্রধান জয়দেব দোলই বলেন, তালা আমি লাগাইনি গ্রামবাসীরা লাগিয়েছে তালা। বিষয়টি নিয়ে আর কিছু বলতে চাননি পঞ্চায়েত প্রধান।
