Anubrata Mondal : কোভিডের সময় ২ দিনে খোলা হয়েছিল ১১৫ অ্যাকাউন্ট! পাচারকাণ্ডে আদালতে চাঞ্চল্যকর দাবি CBI-র – court ordered fourteen days jail custody to trinamool congress leader anubrata mondal


West Bengal Local News: গোরুপাচার (Cattle Smugglig Case) মামলায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার অনুব্রতকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। সওয়াল জবাব শেষে আদালত কেষ্টর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অর্থাৎ আগামী ১৭ ফেব্রুয়ারি অবধি অনুব্রতকে আসানসোল কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি হয়ে থাকতে হবে। এদিন আদালতে অনুব্রত জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবীরা। ১৭ ফেব্রুয়ারি বীরভূমের এই তৃণমূল নেতাকে আবার আদালতে পেশ করা হবে। অন্যদিকে দিলির রাউস এভিনিউ আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছেন কেষ্ট। অনুব্রতর জামিনের আবেদন প্রসঙ্গে ইডির বক্তব্য জানতে চেয়েছে আদালত।

Anubrata Mondal : মমতার সফর শেষে গোরুপাচারে তৎপর CBI, ‘অনুবত ঘনিষ্ঠ’ একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদ
এদিন আসানসোল আদালতে চাঞ্চল্যকর অভিযোগ জানায় সিবিআই। আদালতে কেন্দ্রীয় সংস্থা দাবি করেছে আরও ১১৫টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। সিবিআই আদালতকে জানিয়েছে, ওই ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে চারটি নির্দিষ্ট অ্যাকাউন্টে নিয়মিত টাকা পাঠানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতকে জানিয়েছে, করোনা অতিমারির সময় দু’দিনের মধ্যে এই ১১৫টি ব্যাঙ্ক অ্যকাউন্ট খোলা হয়েছিল এবং এই অ্যাকাউন্টগুলি থেকে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্যের অ্যাকাউন্টে ৬৬ লক্ষ টাকার লেনদেন হয়েছে। সিবিআই আদালতে দাবি করেছে, গোরুপাচারের টাকাই এই অ্যাকাউন্টগুলিতে রাখা হয়েছিল। তদন্তকারী সংস্থা আদালতকে জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড তৈরির জন্য পঞ্চায়েত অফিসে জমা হওয়া নথি থেকে এই ভুয়ো অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে। জেলে গিয়ে অনুব্রতকে জেরা করার আবেদন জানিয়েছিল সিবিআই, সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আদালত জানিয়েছে, তাঁর জেল হেফাজত চলকালীন যে কোনও একদিন তাঁকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই।

Anubrata Mondal : ‘দাদা আমাদের সঙ্গেই আছেন’, জেলবন্দি অনুব্রতর ছবি নিয়ে মমতার সভায় অনুগামীরা
অন্যদিকে গোরুপাচার মামলার তদন্তে ইতিমধ্যে তৎপরতা বাড়িয়েছে সিবিআই। রামপুরহাটের অস্থায়ী ক্যাম্পে লপুরের বাহিরি গ্রাম পঞ্চায়েত প্রধান শুভঙ্কর ঘোষ ওরফে ভজন, বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অর্ক দত্ত ও বিজয় রজক নামে পরিচিত চারজনকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে জানা গিয়েছে অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকা লটারি জেতার নেপথ্যে রয়েছেন শুভঙ্কর ঘোষ ওরফে ভজন। তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতির নামের বেনামি গাড়ি কিনেছিলেন কেষ্ট, তদন্তকারী সংস্থা সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। অন্যদিকে অর্ক দত্ত নামের তৃণমূলকর্মীকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু ব্যাঙ্ক স্টেটমেন্ট হাতে পেয়েছেন তদন্তকারী। এই মামলা আগামী দিন কোন দিকে যায় সেটাো



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *