Contai Municipality : শ্মশান দুর্নীতি মামলায় শুভেন্দুর ভাইকে জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে মুখ খুললেন সৌমেন্দু – ex contai municipality chairman soumendu adikari faces police interrogation on corruption issue


West Bengal Local News: শ্মশান স্টল দুর্নীতি মামলায় শুক্রবার বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারী দীর্ঘক্ষণ জেরা করল কাঁথি থানার পুলিশ। কাঁথি পুরসভার রাঙামাটি শ্মশানে স্টল দুর্নীতি মামলায় সৌমেন্দুকে তদন্ত সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল কলকাতা। পুলিশ তলবে সাড়া দিয়ে শুক্রবার দুপুরে থানায় পৌঁছন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। এদিন তাঁকে তিন ঘণ্টা জিজ্ঞাসবাদ করা হয়। এই মামলায় এখনও অবধি সৌমেন্দুকে তিনবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে সকাল ১১টার সময় ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু দুপর ১ টা নাগাদ আইনজীবী অনির্বাণ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে থানায় আসেন সৌমেন্দু। দুপুর ১টা থেকে বিকেল ৪টে অবধি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Sisir Adhikari on Suvendu Adhikari: ‘নতুন পথ দেখাচ্ছে শুভেন্দু’, কাঁথিতে ছেলের প্রশংসায় পঞ্চমুখ শিশির!
দুপুর ৪টে ১৫ মিনিট নাগাদ থানা থেকে বাইরে বেরিয়ে সৌমেন্দু বলেন, ‘মহামান্য কলকাতা হাইকোর্ট আমাকে তদন্ত সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। সেই কারণেই আমি এখানে এসেছিলাম। আদালতের নির্দেশ ছিল যে আমাকে দু’ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করা যাবে না, কিন্তু আমাকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমি তদন্তে সবরমক সহযোগিতা করতে রাজি। যা যা জানতে চাওয়া হয়েছে আমি বলার চেষ্টা করেছি। আমার কাছে যে নথি চাওয়া হয়েছিল তাঁর বেশিরভাগই আমি জমা দিয়েছি। তদন্ত কতদিন চলবে তা তদন্তকারী সংস্থা বলতে পারবে। আমি একটি বই নিয়ে এসেছিলাম। এই বইয়ে কিছু উত্তর ছিল। বই নিয়ে কোনও আপাত্তি জানানো হয়নি। আগামী সোমবার আমাকে ডেক আবার নোটিশ পাঠানো হয়েছে। যতবার ডাকবে ততবার আসব।’

Calcutta High Court: ‘এবার MI 5-কে ডাকতে হবে…’,খোদ CBI আধিকারিকদের বিরুদ্ধেই তদন্তের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
সৌমেন্দুর বিরুদ্ধে অভিযোগ, ২০১৯-২০ অর্থবছরে শ্মশানে পুরসভার গুদাম ঘর ভেঙে কোন বৈধ অনুমোতি ছাড়া ১৪ টি স্টল তৈরি করা হয়। সেই সময় কাঁথি পুরসভার চেয়ার ম্যান ছিলেন সৌমেন্দু। এই মামলার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে ঠিকাদার ওপুরসভার প্রাক্তন ইজ্ঞিনিয়ারকে গ্রেফতার করেছে। সৌমেন্দু অধিকারীর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, ‘হাইকোর্টের নির্দেশে উনি সব ধরণের সহযোগিতা করছে। এই মামলা ও অন্য একটি মামলায় এখন পর্যন্ত ৬বার তাঁকে থানায় ডেকে পঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতিবারে তিনি সহযোগিতা করেছেন। আগামী দিনে ডেকে পাঠানো হলেও তিনি এক ভাবে সহযোগিতা করবেন।’ পুলিশের তরফে কাঁথির এসডিপিও সোমনাথ সাহা বলেন, ‘সৌমেন্দু অধিকারীকে সোমবার আবার থানায় তলব করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *