DA West Bengal Latest Update: বিদ্যুৎকর্মীদের DA নিয়ে ফের জটিলতা! সিঙ্গেল বেঞ্চে রিভিউয়ের আবেদন প্রত্যাহার পর্ষদের – electricity board withdraw the review petition regarding da case in calcutta high court


সিঙ্গল বেঞ্চের আবেদনের রিভিউ চেয়ে প্রায় আট মাস আসে আবেদন করেছিল পর্ষদ। এই মামলায় শুনানিও হয় কয়েকবার। কিন্তু, বিদ্যুৎ পর্ষদের বকেয়া DA নিয়ে সেই আবেদন শুক্রবার প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বলেন, ডিভিশন বেঞ্চে এই আবেদন করা হয়েছে। এরই প্রেক্ষিতে শুক্রবারই শুনানি শুরু হয়েছে। ফলে সিঙ্গল বেঞ্চে যে আবেদন করা হয়েছিল তা প্রত্যাহার করতে চায় পর্ষদ। উল্লেখযোগ্যভাবে, এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। উল্লেখযোগ্যভাবে, পর্ষদ ২০১৯ সাল পর্যন্ত বকেয়া DA মেটালেও ২০২০ সাল থেকে হওয়া নয়া রেপো বিধি অনুযায়ী বকেয়া মেটাতে নারাজ। বিদ্যুৎ বণ্টন ও সংবহন সংস্থার কর্মীদের ২০১৯ পর্যন্ত DA মেটানোর জন্য নিগম ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে, এমনটা আগেই আদালতকে জানিয়েছিল রাজ্য। যদিও ২০২০ সাল থেকে নয়া হারে DA মেটানো নিয়ে আদালত যে নির্দেশ দিয়েছিল তা পুনর্বিবেচনার আর্জি সংস্থার তরফে জানানো হয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা বিদ্যুৎকর্মীদের DA মামলার প্রেক্ষিতে জানিয়েছিলেন, কর্মীদের ডিএ মেটাতে হবে। এদিকে এতদিনে পর্ষদ আবেদন প্রত্যাহার করার নেপথ্যে অযথা সময় নষ্টের চেষ্টা রয়েছে বলেই দাবি করছেন সংশ্লিষ্ট দফতরের কর্মীরা।

West Bengal Govt DA : DA-র দাবিতে চড়ছে পারদ, মহাকরণ থেকে হাসপাতাল-কলেজে আংশিক কর্মবিরতি
উল্লেখ্য, কেন্দ্রীয় হারে DA মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। স্যাটের পর কলকাতা হাইকোর্টের সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চের রায়ও সরকারি কর্মীদের পক্ষেই গিয়েছিল। কিন্তু, এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। আগামী ১৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। এদিকে দিন প্রতিদিন আন্দোলনের ধার বাড়াচ্ছে রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলি। এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কিঙ্কর অধিকারী বলেন, “সরকার রাজ্য সরকারি কর্মীদের বঞ্চিত করছে। দিনের পর দিন আমরা আন্দোলন করে গিয়েছি। কিন্তু, আমাদের বকেয়া DA দেওয়া হচ্ছে না। আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর রূপ নিতে চলেছে।”

West Bengal Govt DA : DA-র দাবিতে ১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক সরকারি কর্মীদের, সুর চড়ছে আন্দোলনের
অন্যদিকে, রাজ্য সরকারি কর্মচারি পরিষদের তরফে দেবাশিস শীল জানান, সংশ্লিষ্ট সংগঠনের তরফেও আগামী দিনে DA মেটানোর দাবিতে আরও জোরাল হবে আন্দোলন। যদিও সম্প্রতি অতীতে রাজ্যের মন্ত্রী মানস ভ্যুঁইয়া জানিয়েছিলেন, সরকারি কর্মীদের DA দেওয়া নিয়ে সদর্থক রাজ্য। কিন্তু, কেন্দ্র রাজ্যকে বকেয়া মেটাচ্ছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *