Didir Suraksha Kavach : ফের ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বিক্ষোভ, কোচবিহারের তৃণমূল চেয়ারম্যান ঘিরে প্রশ্ন গ্রামবাসীদের – cooch behar tmc chairman facing demonstration at didir suraksha kavach


West Bengal News : রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে দিয়ে শুরু। তারপর রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর সাংসদ শতাব্দী রায়, অর্জুন সিংহ, যুবনেতা দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও আরও অনেকে। শাসক তৃণমূলের (Trinamool Congress) একের পর এক নেতা নেত্রী সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছেন ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kavach) কর্মসূচিতে গিয়ে। এই ক্ষোভ যে চট করে কমে যাবে না, এমনটাই আন্দাজ করেছিল রাজ্যের শাসকদল থেকে শুরু করে রাজনৈতিক মহলও।

TMC Group Conflict : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে ডাক না পাওয়ায় ক্ষোভ, বাঁকুড়ায় প্রকাশ্যে শাসকদলের কোন্দল
আর আন্দাজ অনুযায়ী হচ্ছেও ঠিক তাই। প্রায় প্রত্যেকদিনই বিক্ষোভ বা রোষের মুখে পড়ছেন কোনও না কোনও জনপ্রতিনিধি। এবার দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kavach) কর্মসূচিতে গিয়ে দলের কর্মীদেরই বিক্ষোভ মুখে পড়লেন কোচবিহার (Cooch Behar) জেলা তৃণমূলের (Trinamool Congress) চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন।

Didir Doot : ‘দিদির দূত’ কর্মসূচিতে ফের বিক্ষোভের মুখে সিউড়ির বিধায়ক, অস্বস্তিতে তৃণমূল
শুক্রবার দুপুরে কোচবিহার (Cooch Behar) জেলার মাথাভাঙ্গা (Mathabhanga) দুই ব্লকের ফুলবাড়ি গ্রামে গিরীন্দ্রনাথ বর্মন গেলে তখন স্থানীয় তৃনমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। স্লোগান তোলেন ‘চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন দূর হটো’। সূত্রের খবর, দলেরই একাংশ জেলা তৃণমূলের চেয়ারম্যানকে ঘিরে এই বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভ দেখানো কর্মীদের অভিযোগ, কিছুদিন আগে ফুলবাড়ী অঞ্চলে অঞ্চল সভাপতি নিয়োগ করা হয় বিনয় বর্মনকে। সেই বিনয় বর্মনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। সেসব নিয়ে জেলা তৃণমূল চেয়ারম্যান ও জেলা তৃণমূলের সভাপতিকে একাধিকবার অভিযোগ জানালেও কোন কাজ হয়নি। তাই আজ গিরীন্দ্রনাথ বর্মন যখন এখানে আসেন, তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যদিও জেলা তৃনমুল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের দাবি, কোথাও কোনও বিক্ষোভ হয়নি।

INTTUC : আলিপুরদুয়ারে BJP বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের, দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা! কটাক্ষ বিরোধীদের
এই বিষয়ে গিরীন্দ্রনাথ বর্মনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কোনও বিক্ষোভ হয়নি। কয়েকজন দলীয় কর্মী আমার কাছে তাঁদের কিছু দাবি দাওয়ার কথা জানাচ্ছিলেন। আমি তাঁদের সব বক্তব্য শুনেছি। তাঁদের ক্ষোভ সংবরণ করতে বলেছি। আমি সমস্ত বিষয়টি খতিয়ে দেখব।” তিনি আরও বলেন, “কোথাও কেউ নিজের দাবির ব্যাপারে জানালেই সেটাকে বিক্ষোভ বলে না। দলীয় পর্যায় কিছু মতবিরোধ থাকতেই পারে। তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে।” যদিও বিক্ষোভরত এক ব্যক্তি নিজেকে স্থানীয় তৃণমূল কর্মী পরিচয় দিয়ে বলেন, “বিনয় বর্মনকে নিয়ে আমরা বহুদিন ধরে অভিযোগ জানিয়ে আসছি। কিন্তু কোনও দিক থেকেই আমাদের কথাকে গুরুত্ব দেওয়া হয়নি। তাই আজ জেলা তৃণমূলের চেয়ারম্যানকে সামনে পেয়ে আমরা নিজেদের দাবির কথা জানিয়ে দিয়েছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *