Kolkata Book Fair 2023 : কাপড়-কাগজের ব্যাগে বই, কমছে প্লাস্টিক – kolkata book fair 2023 use of banned plastic bags is very less


এই সময়: কলকাতা বইমেলাতেও এ বার নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগের ব্যবহার অনেক কম। বড় প্রকাশনা সংস্থার স্টলে কাগজ বা চটের ব্যাগে কিংবা পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্যাকেটে বই দেওয়া হচ্ছে। দোকানদারদের পাশাপাশি সচেতন হয়েছেন ক্রেতাদের একটা বড় অংশও। বইপ্রেমীদের অনেকে বই কিনে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে এনেছিলেন কাপড়ের ব্যাগ। বুধবার এমনই ছবি দেখা গেল সল্টলেক সেন্ট্রাল পার্কে কলকাতা বইমেলা প্রাঙ্গণে।

এ দিন যেমন মানিকতলার শুভম চক্রবর্তী সপরিবারে বইমেলায় এসেছিলেন। তাঁর কথায়, “চারটি স্টল থেকে বই কিনেছি। কেউই কিন্তু প্লাস্টিকের ক্যারিব্যাগ দেননি।” সোদপুরের একটি স্কুলের জীববিদ্যার শিক্ষিকা সোমলতা চক্রবর্তীর অভিজ্ঞতা, “প্লাস্টিকের ব্যবহার অন্যান্য বারের চেয়ে এ বারের বইমেলায় তুলনামূলক ভাবে কমই চোখে পড়ছে। এটা দেখে ভালো লাগছে।”

Kolkata Book Fair 2023 : শুরু বাঙালির বই পার্বণ, কেমন ছিল বইমেলার গোড়ার দিকের দিনগুলো?
বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে বলেন, “বইমেলাকে প্লাস্টিকমুক্ত করতে বইপ্রেমী ও বিক্রেতাদের কাছে প্লাস্টিক ব্যাগ ব্যবহার না-করার আবেদন জানানো হয়েছিল। আমরা ক্রেতাদের বাড়ি থেকেই কাপড় বা কাগজের ব্যাগ নিয়ে আসতে অনুরোধ করেছিলাম। তাতে অনেকেই সাড়া দিয়েছেন।” বুক ফার্ম প্রকাশন সংস্থার সহ-প্রকাশক শান্তনু ঘোষ বলছেন, “প্রায় সব স্টলেই কাপড়ের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। তা ছাড়া, বিধাননগর পুরনিগমের পক্ষ থেকে লাগাতার অভিযান চলছে। যার ফলে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার এ বার অনেকটাই কম।”

Book Fair Special Bus : গড়িয়া-বারাসত-শিয়ালদা-হাওড়া থেকে সহজেই পৌঁছন বইমেলা, রইল স্পেশাল বাসের তালিকা
বিধাননগর পুরনিগমের পরিবেশ বিভাগের তরফেও চলছে দোকানে দোকানে সারপ্রাইজ় ভিজিট। তবে অন্যান্য বারের তুলনায় নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার এ বার খুবই কম বলে বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ (পরিবেশ) রহিমা বিবির দাবি। তাঁর বক্তব্য, “মঙ্গলবার মেলা শুরু হয়েছে। ওই দিন থেকেই আমরা দোকানে দোকানে হানা দিচ্ছি। তবে অধিকাংশ দোকানই কাপড়ের ব্যাগ ব্যবহার করছে।”

Kolkata Book Fair 2023 : বিশেষ আকর্ষণ ‘আবোল তাবোল’ দিবস, স্প্যানিশ নাচে-গানে শুরু কলকাতা বইমেলা
জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের এক কর্তা বলেন, “এ বার কলকাতা বইমেলায় পরিবেশ বান্ধব প্লাস্টিকের পাউচে জল বিলির ব্যবস্থা হয়েছে।” বইমেলা চত্বরে যাতে বাতাসের দূষণ নিয়ন্ত্রণে থাকে, সেই জন্য ধুলো কমাতে প্রতিদিন মেলা শুরুর আগেই সল্টলেক সেন্ট্রাল পার্কের আশপাশের তল্লাটে জল ছেটাতে শুরু করেছে পরিবেশ দপ্তর। বইমেলা চত্বরেও নিয়মিত ছেটানো হচ্ছে জল। প্রশাসনের এই উদ্যোগকে পরিবেশপ্রেমীরা স্বাগত জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *