Soumitra Sujata: ‘আমার উপস্থিতিতেই তৃতীয় নারীকে ঢুকিয়েছেন’, ফের ‘পুরনো কাসুন্দি’ ঘাঁটলেন সুজাতা – sujata mondal alleges that her husband bjp mp saumitra khan is having an extramarital affair with a married woman


রাজনীতির হাঁড়িকাঠে শেষমেশ বলি সৌমিত্র (Soumitra Khan)-সুজাতার (Sujata Mondal) সম্পর্ক! শুক্রবার ফের একবার আদালত চত্বরে মুখোমুখি হয়েছিলেন তাঁরা। একে অপরের মুখোমুখি হয়েও উগরে দিলেন ক্ষোভ-রাগ। সুজাতার তৃণমূল যোগ দেওয়ার পর অভিমানী সৌমিত্রও দিলেন পালটা জবাব। ২০২০ সালের ২১ ডিসেম্বর কলকাতায় কুণাল ঘোষ-সৌগত রায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন সৌমিত্র জায়া সুজাতা। এরপরেই দু’পক্ষের সম্পর্কের অবনতি ঘটে। আলাদা থাকতে শুরু করেন তাঁরা।

আমি চাই ওই নারীর সঙ্গে তিনি ভালো থাকুন

সুজাতা মণ্ডল

গত বছর জানুয়ারি মাসে এই বিষয়ে মামলাও দায়ের করেছিলেন সৌমিত্র খাঁ। সেই সময় সুজাতা খাঁ ‘ডিভোর্স চান না’বলে জানিয়েছিলেন। কিন্তু, পরবর্তীতে মিউচুয়াল ডিভোর্সের পথেই হাঁটেন তিনি। এখনও এই মামলার নিষ্পত্তি হয়নি। শুক্রবার বেগুনি শাড়ি, চোখে সানগ্লাস আর কপালে লাল টিপ পরে আদালতে আসেন সুজাতা মণ্ডল। আদালত থেকে বেরিয়ে এদিন তিনি বলেন, “আমি বেঁচে থাকতে থাকতে অন্য একজনের সঙ্গে ঘর করছে ও।” সুজাতার আরও দাবি করেন, ওই মহিলা শিলিগুড়ির এক BJP নেতার স্ত্রী। অন্যদিকে, এদিন আদালতে খোশ মেজাজেই প্রবেশ করেন BJP সাংসদ সৌমিত্র খাঁ। তাঁকে সুজাতার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনও পালটা জবাব দিতে চাননি। সৌমিত্র বলেন, “জীবন থেমে থাকে না। কে কী বলল তাতে কিছু যায় আসে না। মানুষের মূল উদ্দেশ্য কাজ করা। ”

Soumitra Khan Sujata Mondal: ‘…ধান্দাবাজ চরিত্রটা লুকোতে গ্লিসারিন লাগিয়ে নাটক!’ সৌমিত্রর বিরুদ্ধে বিস্ফোরক সুজাতা
অন্যদিকে, সুজাতা মণ্ডলের আইনজীবী অভিষেক হালদার বলেন, ” এই মামলার কথা কোনওভাবেই সামনে আনা সম্ভব নয়। অন ক্যামেরা শুনানি হয়েছে।” পাশাপাশি সুজাতা বলেন, “আমি থাকতে থাকতে অন্য নারীকে নিয়ে ও ঘর বাঁধছে। তিনি পেজে লিখেছেন ডিভোর্সড। আমি যেদিন তৃণমূলে যোগ দিয়েছিলাম সেদিন সৌমিত্র চোখে গ্লিসারিন দিয়ে কেঁদেছিলেন। আমি চাই ওই নারীর সঙ্গে তিনি ভালো থাকুন। তাঁর পরিবার আমার উপর অকথ্য অত্যাচার করেছিল। আমি ওকে নিজের ভেবেছিলাম। আমি জানত না ও তখনও অন্য কারও।” অন্যদিকে, সৌমিত্র ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। কে কী বলল তাতে তাঁর কিছু যায় আসে না বলেও মন্তব্য করেন।

Saumitra Khan : ‘আমি ডিমান্ডিং নই…’, ডিভোর্স মামলায় আদালতে মন্তব্য সৌমিত্রর সুজাতার
সৌমিত্র খাঁ এর আইনজীবি কোয়েল মুখোপাধ্যায় বলেন, বিচারক দু’পক্ষের বক্তব্য শুনেছেন। আদালতের কথা বাইরে বলা যাবেনা। তবে আগামী মঙ্গল-বুধবারের মধ্যে সৌমিত্র-সুজাতার ডিভোর্স মামলার নিস্পত্তি হবে বলে তিনি জানান। এদিন সৌমিত্র খাঁয়ের আইনজীবী কোয়েল মুখোপাধ্যায় বলেন, “আজ দু’পক্ষের কথাই আদালত শুনেছি। এটা পুরোপুরি ব্যক্তিগত বিষয়। দু’জনের ইচ্ছায় তাঁদের বৈবাহিত সম্পর্কে ছেদ পড়ল। আগামী মঙ্গল বা বুধবার অর্ডার দেওয়া হবে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *