ভাঙা হবে সৌরভের নয়া বাংলো (Sourav Ganguly New Home)?
গত বছর মে মাসে কলকাতার অভিজাত এলাকায় এই বাংলো কিনে তাক লাগিয়ে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২৩.৬ কাঠার উপর তৈরি বাংলোটি ৪০ কোটি টাকা দিয়ে কিনেছিলেন তিনি। সূত্রের খবর, বেহালার বাড়ি ছেড়ে মা নিরূপা গঙ্গোপাধ্যায় এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে সেখানে থাকতেও শুরু করেছেন দাদা। তবে আট মাসের মধ্যেই এবার সেই বাংলো ভেঙে ফেলার আর্জি নিয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন সৌরভ। এবার কি তবে ওই জমিতেই স্বপ্নের প্রাসাদ গড়বেন মহারাজ?
জানা গিয়েছে, কলকাতা পুরসভার বিল্ডিং দফতরে একটি চিঠি দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বোরো নম্বর আটের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সেই চিঠি পাঠানো হয়েছে। সৌরভকে বাড়ি ভাঙার অনুমতিও দেওয়া হয়েছে। তবে এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইঞ্জিনিয়ার।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নয়া বাংলো ভাঙা নিয়ে কলকাতা পুরসভার (KMC) বিল্ডিং দফতরের বক্তব্য প্রকাশিত হয়েছে। দফতরের এক আধিকারিক বলেন, “৮/১এ লোয়ার রওডন স্ট্রিটের মালিকের তরফে আমরা সম্প্রতি একটি চিঠি পেয়েছি। ২৩.৬ কাঠা প্লটে যে বাংলোটি রয়েছে, সেটি ভেঙে ফেলার অনুমতি চাওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের কোনও আপত্তি নেই। তবে ভাঙার প্রক্রিয়া যথাযথ নিয়ম মেনে করতে হবে।”
নতুন বাংলো তৈরি করবেন সৌরভ
লোয়ার রওডন স্ট্রিটে ২৩.৬ কাঠার যে বাংলো সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রয় করেছেন, সেটি ১০ হাজার স্কোয়্যার ফিট এলাকার উপর তৈরি। ৭ হাজার ২০০ থেকে ৮ হাজার স্কোয়্যার ফিটের একটি বাগান রয়েছে বাংলোটির চারপাশে। সেটি ভেঙে ফেলার পর সৌরভ গঙ্গোপাধ্যায় নতুন করে যে বাংলো তৈরি করবেন, তার যাবতীয় প্ল্যান পর্যবেক্ষণ করবে কলকাতা পুরসভা। মহারাজের থেকে সেই সম্পর্কিত প্ল্যানের অপেক্ষায় রয়েছেন পুর আধিকারিকরা।
কলকাতা পুরসভা বিল্ডিং দফতরের আধিকারিক বলেন, “যদি জমির সামনের রাস্তা ৬.৭৫ মিটার চওড়া হয় তবে সেখানে পাঁচতলা বিল্ডিং তৈরি হতে পারে। যদি রাস্তা ৯ মিার চওড়া হয় তবে ১৩ তলা বিল্ডিং নির্মাণ করাও সম্ভব। পুরোটাই যদিও নির্ভর করছে সৌরভের উপর। তিনি কী ধরণের বাংলো নির্মাণ করতে চাইছেন, তাঁর কী পরিকল্পনা রয়েছে, সবটা জেনে তবেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বাসভবন বলে কথা! কলকাতার বুকে সেটা একটা উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক হওয়া উচিত।”