WBCS Result : বাবার বিড়ি বাঁধার টাকায় চলে সংসার, WBCS-এ ১৫ র‍্যাঙ্ক করে অফিসার নবীরুল – murshidabad nabirul islam ranked 15 in west bengal civil service exam


Murshidabad News : বিড়ি বেঁধে বাবা চালান সংসার। আর সেই পরিবার থেকেই উঠে এসে প্রত্যন্ত গ্রামীন এলাকা থেকে WBCS এক্সিকিউটিভে (Executive) রাজ্যে ১৫তম র‍্যাঙ্ক (Rank) করে চমক দিলেন মুর্শিদাবাদের (Murshidabad) সুতি (Suti) থানার মহেন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান নবীরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফলাফল প্রকাশের পরেই আনন্দের জোয়ার বয়ে যায় এলাকা জুড়ে। বিড়ি শ্রমিক পরিবার থেকে উঠে এসে WBCS এক্সিকিউটিভে সফল হওয়ায় নবীরুল ইসলামের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সোশাল মিডিয়া (Social Media) থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় ২০২০ সালের রাজ্য সিভিল সার্ভিসের মেন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে সবাইকে চমকে দিয়েছেন মুর্শিদাবাদের (Murshidabad) প্রত্যন্ত এলাকা সুতির মহেন্দ্রপুরের বিড়ি শ্রমিক ঘরের সন্তান নবীরুল ইসলাম। জেনারেল ক্যাটাগরিতে ১৫তম স্থান অধিকার করেন তিনি।

Murshidabad Shoot Out: ‘গ্যারাজে আছি বলেছিল ছেলে’, হাসপাতালে যমে-মানুষে টানাটানির খবর একদিন পরে জেনেছিল বাবা-মা
নবীরুলের সাফল্য এলাকায় ছড়িয়ে পড়তেই আনন্দে আপ্লুত হয়ে উঠে গোটা গ্রাম। রাতে বাড়ি ফিরতেই সকাল থেকেই শুভেচ্ছা জানাতে নবীরুলের বাড়িতে হাজির হন বন্ধুবান্ধব থেকে শুরু করে গ্রামবাসীরা। মুর্শিদাবাদের সুতি ব্লকের মহেন্দ্রপুর গ্রামের এরফান আলী ও ফিরোজা বিবির ছেলে নবীরুল ইসলাম। চার ছেলে ও এক মেয়েকে নিয়েই সংসার অতিবাহিত করছেন তাঁরা। বাড়িতেই মায়ের সঙ্গে বিড়ি বাঁধার পাশাপাশি রাত জেগে পড়াশুনো করে ২০০৫ সালে অরঙ্গাবাদ হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা ও ২০০৭ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন নবীরুল ইসলাম। তারপরেই ২০১৩ সালে বি.টেক (B.Tech) সম্পন্ন করে একটি বেসরকারি কোম্পানিতে যোগদান করেন। পরবর্তীতে ধুলিয়ান পুরসভা এবং ২০১৯ সালে সুতির কৃষি দফতরে কৃষি প্রযুক্তি সহায়ক পদে যোগ দেন তিনি।

Baharampur Shootout: নবগ্রামে গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু সল্টলেকের আমরিতে, বুক ফুঁড়ে গিয়েছিল বুলেট
চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে থাকেন সুতির এই কৃতি সন্তান। ২০২০ সালের মেন পরীক্ষা, যেটি ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে অনুষ্ঠিত হয়, সেই পরীক্ষায় বসেন নবীরুল ইসলাম। তাতেই কার্যত বাজিমাত করেন মুর্শিদাবাদের এই কৃতি সন্তান। বৃহস্পতিবার পরীক্ষার রেজাল্ট বেরোতেই দেখা যায় নবীরুল রাজ্যে জেনারেল কোটাতে ১৫ তম স্থান অধিকার করে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে পাশ করেছেন। এরপরে ট্রেনিং, এবং তা সম্পন্ন করার পর ব্লক ডেভলপমেন্ট অফিসার পদে যোগ দেবেন তিনি। রাতেই নবীরুলের সাফল্যের কথা এলাকায় ছড়িয়ে পড়তে আনন্দের জোয়ার বয়ে যায় এলাকায়। ছেলের এই সাফল্যে যারপরনাই আনন্দিত নবীরুলের বাবা। তিনি বলেন, “ছোট থেকেই অনেক কষ্ট করে পড়াশোনা করেছে ও। আমি চাইলেই সেরকম কিছুই দিতে পারিনি ছেলেকে। নবীরুল যে কষ্ট করার ফল আজ পেল, সেটা দেখে খুবই ভালো লাগছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *