অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ইশা আলিয়া খুনের ঘটনায় এর আগে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে মোহিত কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তি অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগনান থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মোহিতকে গ্রেফতার করেছিল। হাওড়া পুলিশ সূত্রে জানা গিয়ছিল মোহিত দীর্ঘদিন ধরে বিভিন্ন বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। মোহিত ইউটিউবার ও অভিনেত্রী ইশাকে খুনের অস্ত্রের জোগান দিয়েছিল। মোহিতের আগে ইশার স্বামী প্রকাশ কুমার এবং দেওর সন্দীপ কুমারকেও গ্রেফতার করা হয়েছিল।
২০২২ সালের ২৮ ডিসেম্বর ভোরে ১৬ নং জাতীয় সড়কের উপর বাগনানের চন্দ্রপুরে এই ভয়াবহ খুনের ঘটনা ঘটে। ইশার স্বামী রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে থানায় নিয়ে গিয়ে দাবি করেন যে তাঁকে দুষ্কৃতীরা গুলি করে খুন করেছে। ঘটনার সময় জাতীয় সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে তিনি প্রস্রাব করছিলেন। তখনই এই খুনের ঘটনা ঘটে। খুনের তদন্তে নেমে পুলিশ প্রকাশ কুমারকে গ্রেপ্তার করে। ইশা আলিয়ার দাদার অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছি প্রকাশকে। পরবর্তীকালে প্রকাশকে জেরা করে তাঁর ভাই সন্দীপকেও গ্রেফতার করা হয়। নতুন করে আরও এক যুবককে গ্রেফাতরির পর নতুন কোনও তথ্য পাওয়া যায় কি না, সেটাই এখন দেখার।