জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাড়ে তিন বছরের খরা কাটিয়ে সীমিত ওভারের ফরম্যাটে করেছেন শতরান। তবে টেস্ট ক্রিকেটে শতরান এখনও অধরা। সেই অধরা মাধুরীকে ধরতেই আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2023) নামছেন বিরাট কোহলি (Virat Kohli)। ইতিমধ্যেই নাগপুরে (Nagpur) দলের সঙ্গে যোগ দিয়েছেন। শুরু হয়ে গিয়েছে তাঁর ব্যাটিং সাধনা। তবে শুধু ব্যাটিং নয়, বরাবরের মতো স্বাস্থসচেতন বিরাট জিমেও অনেকটা সময় কাটাচ্ছেন। ইনস্টাগ্রামে জিম করার সেই ভিডিয়ো পোস্ট করছেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক।
১০৪ টেস্টে ৮১১৯ রান করা বিরাটের সেরা পারফরম্যান্স কিন্তু অজিদের বিরুদ্ধেই। এরমধ্যে ২০টি টেস্টে করেছিলেন ১৬৮২ রান। গড় ৪৮.০৫। সঙ্গে রয়েছে পাঁচটি অর্ধ শতরান ও সাতটি শতরান। ২০১৪ সালে মেলবোর্নে করেছিলেন ১৬৯ রান। তবে একইসঙ্গে অজিদের বিরুদ্ধে তাঁর শেষ টেস্ট ম্যাচে, দলের ৩৬ রানে অল আউট হয়ে যাওয়ার জ্বালাও রয়েছে।
জিমে অনুশীলন করার একটি ভিডিয়ো পোস্ট করেছেন বিরাট। সেখানে দেখা যাচ্ছে গা ঘামানোর মাঝে ‘ভি’ সাইন দেখাচ্ছেন তিনি। কারণ তাঁর লক্ষ্য যে সাড়ে তিন বছরের খরা কাটিয়ে শতরানের মুখ দেখা। এবং সিরিজ জেতা। ২০১৮-১৯ ও ২০২০-২১ মরসুমে ডাউন আন্ডার সফরে গিয়ে সিরিজে দাপট দেখিয়ে জিতেছিল ভারত। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই, নাগপুরের ওল্ড ভিসিএ গ্রাউন্ডে (Old VCA Ground) বিরাট-চেতেশ্বর পূজারাদের (Cheteshwar Pujara) জন্য বিশেষ প্রস্তুতির ব্যবস্থা করেছে বিসিসিআই (BCCI)। কে এল রাহুল (KL Rahul)-রবীন্দ্র জাদেজাদের (Ravindra Jadeja) ব্যাটিং সাধনার সেই ছবি বোর্ড নিজেদের টুইটারে পোস্ট করেছে। এরইমধ্যে জিমে গা ঘামানোর ভিডিয়ো পোস্ট করলেন তিনি।