Bankura News : প্রেমিকার স্বামীর মাথায় লোহার রডের বাড়ি! মাফলার দিয়ে শ্বাসরোধ করে খুন, বাঁকুড়ায় চাঞ্চল্য – bankura man brutally murdered his lover husband with iron rod police arrested him


West Bengal Local News: প্রেম সুন্দর অনুভূতিগুলির মধ্যে অন্যতম। কিন্তু কখনও কখনও প্রেম মানুষকে প্রতিহিংসাপরায়ণ করে তোলে। ‘প্রেমে অন্ধ’ হয়ে প্রেমিকার স্বামীকে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। আর এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গৌতম মাঝি নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়েছেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গণেশ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এস.ডি.পি.ও কুতুবউদ্দিন খান সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। চলতি বছরের ১৯ জানুয়ারি বাঁকুড়ার পাত্রসায়র থানার হাটকৃষ্ণনগর সংলগ্ন কেয়াদিঘীর আলু চাষের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা যায় মৃতদেহটি নিখোঁজ মাছ ব্যবসায়ী বিনোদ মাঝির। রক্তাক্ত অবস্থায় মৃতদেহগুলি উদ্ধার করা হয়। মৃত ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। মৃত ব্যক্তির স্ত্রী পাত্রসায়র থানায় অভিযোগ দায়ের করেন।

Crime Story: অনলাইনে ক্লাস নেওয়ার সময় খুন, ভার্চুয়াল মাধ্যমে হাঁ করে হত্যাকাণ্ড দেখল পড়ুয়ারা

বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস এদিন বলেন, ‘পুলিশ তদন্তে নেমে মৃতের বাড়িতে নিয়মিত যাতায়াতকারী গৌতম মাঝি নামে একজনকে আটক করে। তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করেই রহস্যের সমাধান হয়। জেরার মুখে খুনের কথা স্বীকার করে সে। খুন হওয়া মাছ ব্যবসায়ী বিনোদ দলুইয়ের স্ত্রীর সাথে ধৃত গৌতম মাঝির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। প্রেমিকার স্বামীকে পথের কাঁটা বলে মনে করতে শুরু করে গৌতম। সেই কারণে তাঁকে বাড়িতে ডেকে এনে খুন করা হয়। তবে এই ঘটনা এখনও মৃতের স্ত্রী’র জড়িত থাকার কোনও যোগসূত্র পাওয়া যায়নি।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তিকে এদিন বিষ্ণুপুর মহকুমা আদালতে আদালতে তোলা হয়। পুলিশ সুপার জানিয়েছেন ধৃতের পুলিশি হেফাজতের আবেদন করা হবে।

Siliguri News : ভয় দেখিয়ে দিনের পর দিন পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার শিলিগুড়ির বৃদ্ধ
পুলিশ সুপার বলেন , ‘গৌতমের একটি ইমিটেশনের দোকান রয়েছে। প্রতিনিয়ত গৌতমের সঙ্গে বিনোদের স্ত্রীর ফোনে কথাবার্তা চলত। সেখান থেকেই ওদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। দীর্ঘদিন ধরে বিনোদের বাড়িতে যাতায়াত ছিল গৌতমের। বিনোদ তাঁদের আচার আচরণে বদল লক্ষ্য করেন। গৌতমকে বাড়িতে আসতে বারণ করেছিল বিনোদ। প্রেমে বাধা হয়ে দাঁড়ানোর কারণে বিনোদকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। সমঝোতার কথা বলে বিনোদকে ডেকে এনে খুন করে বিনোদ। লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়। বিনোদ অচৈতন্য হয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করার জন্য গলায় থাকা মাফলার দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *