Debra Bus Accident : ডেবরায় ভয়াবহ দুর্ঘটনা, ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে খালে যাত্রীবাহী বাস – passenger bus faced accident in debra paschim medinipur ten person injured


West Bengal Local News: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। পশ্চিম মেদিনীপুরে এই ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার বালিচকে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি উলটে যায়। এই ঘটনায় কমবেশি ১০ জন যাত্রী আহত হয়েছেন। জানা গিয়েছে সবংয়ের কাটাখালী থেকে পূর্ব মেদিনীপুরের তমলুক যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। এদিন সকালে ডেবরার বালিচক এর কাছে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায় বাসটি। দ্রুতগতিতে থাকার কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই ঘটনায় কোনও জীবনহানির ঘটনা না ঘটলেও বাসে থাকা যাত্রীদের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Jhargram Accident : স্কুলের পাঁচিল ভেঙে ঢুকে গেল যাত্রীবাসী বাস, ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা
বাস দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে ইতিমধ্যে সরানো সম্ভব হয়েছে। এদিন আরো বড় কোন দুর্ঘটনা ঘটতে পারতো বলেই আশঙ্কা এলাকাবাসীর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় এক বাসিন্দা বলেন ‘আজ সকালবেলা কাটাখালী থেকে পূর্ব মেদিনীপুরের তমলুক যাচ্ছিল একটি বাস। হঠাৎ ডেবরা থানার সমানে বালচক লকগেটের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে ঢুকে যায়। বাসে সেই সময় ১৫-১৬ জন যাত্রী ছিল। কয়েকজন শিশুও বাসে ছিল। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কেউ গুরুতর জখন হননি। কয়েকজনের আঘাত লেগেছে।’স্থানীয় এক দোকানদার এই প্রসঙ্গে বলেন, ‘ভোর সাড়ে পাঁচটার সময় এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে আসার সময় রাস্তা থেকে বাস একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে খালে ঢুকে যায়। বাসে সেই সময় ১৫-২০ জন যাত্রী ছিলেন। তারা পিছনের দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসেন। এলাকার মানুষ তাদের উদ্ধার সাহায্য করেছে। আমি যতদূর শুনেছি বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। মাঝেমধ্যেই এখানে দুর্ঘটনা ঘটে। পুলিশের নজরদারি বাড়ানো উচিত।’

Road Accident: মধ্যরাতে বারাসত চাঁপাডালি মোড়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২
বাসে থাকা এক যাত্রী এই প্রসঙ্গে বলেন, ‘সকালবেলা বাসটি কাটাখালী থেকে পূর্ব মেদিনীপুরের তমলুক যাচ্ছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাসের গতি তীব্র ছিল। হঠাৎ করে জোরে ঝাঁকুনি লাগে। আমার পায়ে সামান্য চোট লেগেছে। প্রাণে বেঁচে গিয়েছি এটাই অনেক।’ অন্যদিকে স্থানীয় থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বাসটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল তা খতিয়ে দেখা হবে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল না দ্রুত গতির কারণে এই দুর্ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে বাস চালককেও জিজ্ঞাসবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *