Hooghly River Erosion : নদীগর্ভে তলিয়ে যেতে পারে শিশু শিক্ষা কেন্দ্র! আতঙ্কে ফলতার গ্রাম – hooghly river erosion villagers from falta living with fear


South 24 Parganas News : এগিয়ে আসছে নদী, ভাঙছে বাঁধ। নদীগর্ভে তলিয়ে যেতে পারে আস্ত গ্রাম সহ গ্রামের শিশু শিক্ষা কেন্দ্র। এই আতঙ্কেই দিন গুনছেন দক্ষিন ২৪ পরগনা (South 24 Parganas) জেলার ফলতা (Falta) বিধানসভার তারাগঞ্জ জেলেপাড়ার কয়েক হাজার বাসিন্দা। ফলতার (Falta) পাশ থেকেই বয়ে গিয়েছে হুগলি নদী। নদী ভাঙনের (River Erosion) জেরে একের পর এক জমি চলে গিয়েছে হুগলি নদীগর্ভে। নদী বাঁধ ভেঙে যাওয়ায় বর্তমানে বেহাল অবস্থা ফলতা বিধানসভার নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার। এরই মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা তারাগঞ্জ গ্রামের। গ্রামের মধ্যে অবস্থিত তারাগঞ্জ জেলেপাড়া শিশু শিক্ষা কেন্দ্র । বিদ্যালয়টি একেবারে হুগলি নদী (Hooghly River) তীরবর্তী বাঁধ এলাকায় অবস্থিত। নদী বাঁধ ভাঙতে ভাঙতে পৌঁছে গিয়েছে গ্রামের সীমানায়। জেলেপাড়ার সীমানাতে রয়েছে গ্রামের শিশু শিক্ষা কেন্দ্র, যেখানে এলাকার শতাধিক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। নদী বাঁধ ভেঙে যেকোনও মুহূর্তে তারাগঞ্জ জেলেপাড়া শিশু শিক্ষা কেন্দ্রটি তলিয়ে যেতে পারে নদীগর্ভে, আশঙ্কা এমনই।

South 24 Parganas News : পুকুর খনন করতে গিয়ে মিলল কঙ্কাল! আতঙ্ক কুলতলিতে
তাই ঝুঁকি নিয়ে নিত্যদিন চলে স্কুলের পঠন পাঠন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সন্ধ্যা মন্ডল এই বিষয়ে জানান, “ভরা কোটালের জোয়ার এমনকি নদীর ওপর দিয়ে জাহাজ গেলেও জলোচ্ছ্বাসে প্লাবিত হয় এলাকা। সেই সময় ছাত্রছাত্রীদেরকে নিয়ে স্কুলের দোতালায় পঠন পাঠনের কাজ করতে হয়। নিজেদের সমস্যার কথা জানিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা। কিন্তু আজ পর্যন্ত নদী বাঁধ মেরামতের কোনও কাজ হয়নি”। অন্যদিকে গ্রামের বাসিন্দারা জানান, ভোট আসে ভোট যায়, গ্রামে জনপ্রতিনিধিরা আসেন। কিন্তু তাদের সমস্যার কথা শুনলেও আজও কোনও সমাধান হয়নি। নদী বাঁধ ভেঙে যাওয়ায় হুগলি নদী থেকে যখন জাহাজ যাতায়াত করে সেই সময়ে জলোচ্ছ্বাসে নদীর জল চলে আসে এলাকায়। এমনকি ভরা কোটালেও আতঙ্কে থাকেন তারাগঞ্জ এলাকার বাসিন্দারা। যখন নদীর নোনা জল ঢুকে পরে এলাকায়, তখন ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয় অন্যত্র।

Uttar 24 Pargana : বেহাল রাস্তা, নেই পানীয় জল! ফের ভোট বয়কটের পথে হিঙ্গলগঞ্জ
অবশ্য নদী ভাঙন (River Erosion) নিয়ে ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি জাহাঙ্গীর খান বলেন, “ফলতা বিধানসভা নদী তীরবর্তী এলাকায় বিগত কয়েক বছর ধরে ভাঙন দেখা দিয়েছে। সাধারণ মানুষের সমস্যার কথা ইতিমধ্যেই লিখিতভাবে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জানানো হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেচ দফতরকে বাঁধ মেরামতের জন্য আবেদন করেন”। ইতিমধ্যেই বাঁধ মেরামতের টেন্ডার হয়ে গিয়েছে বলেও জানানো হয়। আর্থিক অনুদান এলেই বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে, জানিয়েছেন জাহাঙ্গীর। তবে গ্রামবাসীদের প্রশ্ন কবে শুরু হবে বাঁধ মেরামতের কাজ? সেই প্রশ্নের উত্তর কারোর জানা নেই। তাই আতঙ্কে প্রহর গুনছেন তারাগঞ্জ এলাকার বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *