শনিবার সকালেই রাজকীয় রাজস্থানে সপরিবারে পাড়ি দিয়েছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। মুম্বইয়ের প্রাইভেট এয়ারপোর্ট কালিনায় দেখা গিয়েছে তাঁকে। ফুশিয়া গোলাপি শালে ঝলমল করছিলেন কিয়ারা। তবে এদিন নায়িকা পাশে দেখা যায়নি সিডকে (Sidharth Malhotra)। নায়িকা বিয়ের মণ্ডপে পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে গেছেন তাঁর সেলেব্রিটি মেহেন্দি আর্টিস্ট Veena Nagda।