শুক্রবার হইহই করে শহরে মাল্টিপ্লেক্সে গ্র্যান্ড প্রিমিয়ার হল অঞ্জন দত্তের (Anjan Dutt) নতুন গোয়েন্দা ফ্রাঞ্চাইজের প্রথম ছবি রিভলভার রহস্যের (Revolver Rohoshyo)। এই সময় ডিজিটালও পৌঁছে গিয়েছিল সেখানে। আমাদের ক্যামেরায় একদিকে যেমন বন্দি হল তারকাদের ক্যান্ডিড মুহূর্ত, তেমনই তাঁরা ধরা দিলেন কথায় আড্ডায়। দেখুন সেই ভিডিয়ো।