কৃতী স্যানন (Kriti Sanon) এবং কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। তাঁদের জুটি আগেই বক্স অফিসে কামাল দেখিয়েছে। মিষ্টি এই জুটির লাখ লাখ ফ্যান। তাঁদের আগামী ছবি শেহজাদা। মুক্তি পাবে ভ্যালেন্টাইনস ডে-র ঠিক আগে। আর তারই প্রমোশনে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন দুই তারকা। তারই মাঝে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে নজর কাড়ল দুই বন্ধুর খুনসুটি।