West Bengal Local News : সারমেয়দের গায়ে গরম পিচ ঢেলে অত্যাচার, নিগ্রহ পশুপ্রেমীদেরও – malda dogs are tourtured by pouring hot pitch animal lovers are harassed by local people


Malda News : ওরা অবলা। সমাজবন্ধু হয়ে দিনযাপন করে ওরা। তারপরেও কিছু তথাকথিত ‘সভ্য’ মানুষের তাদের প্রতি অবহেলা, অত্যাচার মনুষ্য সমাজকে কলুষিত করে তোলে। পথ সারমেয়দের প্রতি ফের গা শিউরে ওঠার মতো নৃশংসতার ঘটনা মালদায়। পথের চার সারমেয় গায়ে গরম পিচ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা। ঘটনার চরম সমালোচনা স্থানীয় পশুপ্রেমীদের। এমনকি পথ পশুদের অত্যাচার বন্ধ করার বিরুদ্ধে প্রচারের সময় কয়েকজন পশুপ্রেমীদের কয়েকজনকে নিগৃহীত হতে হয় বলেও অভিযোগ। চূড়ান্ত বিশৃঙ্খলা মালদার (Malda) ইংরেজবাজার থানা (English Bazar Police Station) এলাকায়। শনিবার ইংরেজবাজার থানা এলাকায় কিছু পশুপ্রেমী যুবক-যুবতীরা একটি মিছিলের আয়োজন করে। তাঁদের কথায়, দুদিন আগেই মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় চারটি পথ সারমেয়কে গায়ে পিচ ঢেলে দেওয়া হয়েছে।

Duragapur News : পথপশু নিধন বন্ধ হোক! বার্তা নিয়ে সাইকেল ভ্রমণে দুর্গাপুরের ভাই-বোন
পশুপ্রেমী সংগঠনের তরফে সেই সারমেয়দের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওই এলাকায় দীর্ঘদিন ধরেই পথ সারমেয়দের উপর অত্যাচার করা হয় বলেই অভিযোগ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এলাকার যুবক-যুবতীদের তরফে। ইংরেজবাজার (English Bazar) এলাকায় পশুপ্রেমী বেশ কিছু মানুষ এই মিছিলে পা মেলায়। পথ পশুদের উপর যাতে অত্যাচার না করা হয়, সে ব্যাপারে বার্তা দেওয়া হয় এদিনের মিছিল থেকে। এরপর স্থানীয় একটি এলাকায় আরেক পশুপ্রেমীর কিছু অভিযোগ পেয়ে সেই অঞ্চলে গেলে স্থানীয় কিছু লোকজন তাঁদের নিগৃহীত করে বলে অভিযোগ। পশুপ্রেমী সংগঠনের এক সদস্য জানান, অভিরামপুরের কাছে একটি জায়গা থেকে পথ পশুদের উপর অত্যাচার করার অভিযোগ আসে। সেই অঞ্চলে গিয়ে বিষয়টি সরেজমিনে দেখতে যান কয়েকজন যুবক-যুবতী।

Malda News : চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই! গাড়িতে আগুন, উত্তেজনা মালদায়
অভিযোগ, সেখানকার কিছু স্থানীয় মানুষ ওই যুবক, যুবতীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাঁদের চরম নিগৃহীত করা হয় বলেও অভিযোগ। স্থানীয় কিছু বাসিন্দাদের সঙ্গে চরম অশান্তি শুরু হয় পশুপ্রেমী সংগঠনের সদস্যদের। এমনকি দুপক্ষের মধ্যে বচসা হাতাহাতিতে পরিণত হয়। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়ে ইংরেজবাজার থানার দ্বারস্থ হয় পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। পশুপ্রেমীদের তরফে স্নেহা দাস বলেন, ” এলাকার কিছু লোক আমাদের উপর চড়াও হয়। আমি ফেসবুক লাইভ করতে গেলে আমার ফোন কেড়ে নেওয়া হয়।” গোটা বিষয়টায় প্রতিবাদ জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে আগামী দিনে পথপশুদের উপর অত্যাচার বন্ধ হয়, সে ব্যাপারে আর্জি জানিয়েছেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *