Birbhum Bomb Blast: কলকাতা এনেও হল না শেষ রক্ষা, বীরভূমে বোমা বিস্ফোরণে মৃত্যু তৃণমূল প্রধানের ভাইয়েরও – birbhum bomb blast second victim tmc pachayat pradhan brother lalyu sheikh died


West Bengal Local News: মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত বেড়ে হল দুই। বোমা বিস্ফোরণে আহত তৃণমূল প্রধানের ভাই লাল্টু শেখেরও মৃত্যু হল রবিবার দুপুরে। শনিবার রাতে বোমা বিস্ফোরণে সাংঘাতিক আহত হন এলাকার তৃণমূল প্রধানের ভাই লাল্টু শেখ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর সঙ্গী নিউটন শেখের।

জানা গিয়েছে, রাতে অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে আনা হয় পঞ্চায়েত প্রধানের ভাই লালটু শেখকে। কিন্তু চিকিৎসকদের শত প্রচেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না। হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসার সময়ই অতিরিক্ত রক্তক্ষরণ ও তিনবার হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয় লাল্টুর। এদিন সকালেই তাঁকে দেখতে এসেছিলেন ফিরহাদ হাকিম।

Birbhum News: মাড়গ্রাম বিস্ফোরণকাণ্ডে জালে মূল অভিযুক্ত, বারুদের উৎস সন্ধানে পুলিশ

ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের মাড়গ্রামে। জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ বীরভূমের মাড়গ্রামের হাসপাতাল মোড় এলাকায় বোমা বিস্ফোরণে প্রথমে আহত হন পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ। এদিন তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় সঙ্গী নিউটন শেখের। ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে মৃতের পরিবার। তাদের দাবি, প্রাক্তন বিজেপি কর্মী কিন্তু বর্তমানে কংগ্রেস কর্মী কয়েকজন ওই দুজনকে লক্ষ্য করে বোমা ছোড়ে। এমনকী বোমায় আঘাতের পর শাবল দিয়ে তাদের মারারও অভিযোগ এনেছে পরিবার।

উল্লেখ্য, অভিযোগের আঙুল উঠেছে সুজাউদ্দিন, জাহির, আইনালদের দিকে। এরা সকলেই দলের সঙ্গে নানা কারণে বনিবনা না হওয়ার কারণে তৃণমূল ছেড়ে প্রথমে বিজেপি ও পরে বিজেপি ছেড়ে সদ্য কংগ্রেসে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে। তবে স্থানীয় সূত্রে দাবি, সদ্য কংগ্রেসে যোগ দেওয়া যে সুজাউদ্দিনের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল সে কিন্তু এখনও তৃণমূলের পঞ্চায়েতের সদস্য হিসাবে বহাল আছে ।

Murshidabad Shoot Out: ‘গ্যারাজে আছি বলেছিল ছেলে’, হাসপাতালে যমে-মানুষে টানাটানির খবর একদিন পরে জেনেছিল বাবা-মা

লাল্টু শেখের মৃত্যুর খবর আসতেই পঞ্চায়েত প্রধান ভুট্টো শেখের বাড়ি কান্নার রোল ওঠে। দুপুর নাগাদ পরিবারের সঙ্গে এবং এলাকাবাসীদের সঙ্গে দেখা করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, হাঁসন বিধানসভার বিধায়ক ডাক্তার অশোক চট্টোপাধ্যায়, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাহারা মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। তারা পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং আশ্বস্ত করেন পরিবারের লোকজনদের। বীরভূমের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *